তিনি জাতীয় দলের এক উজ্জ্বল তারকা। আবার কখনো বিতর্কের কেন্দ্রে! সব মিলিয়ে সাব্বির রহমান যেন চিরকাল আলোচনার কেন্দ্রে থাকা এক নাম। তবে এখন সেই আলো কিছুটা ম্লান। ঢাকা প্রিমিয়ার লিগে নিজের দল পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে যেমন পারফর্ম করতে পারেননি, তেমনি জাতীয় দলের কাছ থেকেও তিনি এখন অনেকটা দূরের মানুষ। কিন্তু থেমে নেই এই ডানহাতি ব্যাটার। আবারও নিজেকে খুঁজে পেতে যাচ্ছেন ইংল্যান্ডে।
আগামী ২ মে, স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে তিনি যাবেন ইংল্যান্ডে। সেখানে একটি প্রিমিয়ার ডিভিশন ক্লাবে খেলবেন। শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাব্বির বলেন, ‘একটা ট্যুর আছে বাইরে, ইংল্যান্ড যাব ২ মে। ওখানে একটা টিমের সঙ্গে আমার কথা হয়েছে খেলার জন্য। আপাতত কোন ক্যাম্প নাই, রাডার নাই, কোনো খেলা নেই বাংলাদেশে। তাই সেখানে খেলব আমি এবং পরিবার নিয়ে যাব।’
তাকে ঘিরে হয়তো এখন আর জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নেই, কিন্তু সাব্বির জানেন, খেলাটা ছাড়ার মতো জায়গায় তিনি এখনো আসেননি। ইংল্যান্ডের মাটিতে খেলার সুযোগটিকে তিনি দেখছেন নতুন করে গড়ে ওঠার এক পথ হিসেবে।
এই ডিপিএলে পারফরম্যান্স ভালো ছিল না সাব্বিরের, পারটেক্সেরও নয়। ১১ ম্যাচে ৩ জয়ে দশম স্থানে থেকে দলটি এখন রেলিগেশন পর্বে লড়ছে।
দলগত এই ছন্দপতন নিয়েও কথা বলেন সাব্বির, ‘এ বছরের ডিপিএলটা ভালো হয়েছে খেলোয়াড়দের জন্য। আরেকটু গোছানো হলে ভালো হতো। পারিশ্রমিকেরও একটা বিষয় ছিল, অনেক দলের মালিককে পাওয়া যাচ্ছিল না। একটু অগোছালো মনে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ গ্রুপপর্ব শেষ হয়েছে।’
Discussion about this post