নেদারল্যান্ডসের বিপক্ষে ২৫ রানে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শেষ বলে তাসকিন আহমেদের উইকেট। দুই জুটিতে হুমকি হয়ে দাঁড়িয়েছিল ডাচরা। সিব্র্যান্ড-বিক্রম (২৩ বলে ৩৭০, সিব্র্যান্ড-এঙ্গেলব্রেখটের (৩১ বলে ৪২) জুটি বিপাকে ফেলে বাংলাদেশকে। রিশাদের ঘূর্ণিতে জুটি শেষ করতেই ম্যাচ হেলে পড়ে বাংলাদেশের পক্ষে। ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করেন মুস্তাফিজ।
সর্বোচ্চ ৩৩ রান করেন সিব্র্যাড। ২৬ রান করেন বিক্রম। ২৫ রান করেন অ্যাডওয়ার্ডস।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রিশাদ হোসেন। ২ উইকেট নেন তাসকিন। ৪ ওভারে ১২ রান দিয়ে মুস্তাফিজ নেন ১ উইকেটে। তানজীম সাকিব নেন ১ উইকেট। সর্বোচ্চ ৬৪ রান করে ম্যাচসেরা সাকিব আল হাসান!
আজ ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ম্যাচে শেষ ওভারে প্রায় অসম্ভব ৩৩ রানের পথে ছুটতেই পারল না নেদারল্যান্ডস। ৭ রান দিলেন তাসকিন আহমেদ। ম্যাচের শেষ বলে চমৎকার এক স্লোয়ারে বোল্ড করে দিলেন টিম প্রিঙ্গলকে।
বাংলাদেশের ১৫৯ রান তাড়ায় নেদারল্যান্ডস থামে ১৩৪ রানে।
২৫ রানের জয়ে ডাচদের চেয়ে এগিয়ে গেলো বাংলাদেশ।
দুই জয়ে পাওয়া ৪ পয়েন্টে উজ্জ্বল হলো সুপার এইটের আশা। ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা নেদারল্যান্ডসের এখন নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে। একই সঙ্গে চাইতে হবে নেপালের বিপক্ষে বাংলাদেশের হার।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৯/৫ (তানজিদ ৩৫, শান্ত ১, লিটন ১, সাকিব ৬৪*, হৃদয় ৯, মাহমুদউল্লাহ ২৫, জাকের ১৪*; কিংমা ২-০-২০-০, আরিয়ান ৪-০-১৭-২, মেকেরেন ৪-০-১৫-২, ফন বিক ৪-০-৪৩-০, ডে লেডে ৩-০-৩১-০, প্রিঙ্গল ৩-০-২৬-১)
নেদারল্যান্ডস: ২০ ওভারে ১৩৪/৮ (লেভিট ১৮, ও’ডাওড ১২, ভিক্রাম ২৬, এঙ্গেলব্রেশট৩৩, এডওয়ার্ডস ২৫, ডে লেডে ০, ফন বিক ২, প্রিঙ্গল ১, আরিয়ান ১৫*; মুস্তাফিজ ৪-০-১২-১, তানজিম ৩-০-২৩-১, তাসকিন ৪-০-৩০-২, সাকিব ৪-০-২৯-০, রিশাদ ৪-০-৩৩-৩, মাহমুদউল্লাহ ১-০-৬-১)
ফল: বাংলাদেশ ২৫ রানে জয়ী
ম্যাচসেরা: সাকিব আল হাসান
Discussion about this post