জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে ফিরলেন মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ও পারভেজ হোসেন ইমন।
জাতীয় দলে প্রথমবার টি-টোয়েন্টি দলে ডাক পেলেন তানজিদ হাসান তামিম। ১৮ মাস পর দলে ফিরলেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। দলে ফেরানো হয়েছে আফিফ হোসেন, পারভেজ হোসেন ও তানভীর ইসলামকে।। টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফিফ ও তানভীর খেলেছেন গত বছরের ডিসেম্বরে। পারভেজ দেশের হয়ে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি খেলেন ২০২২ সালের জিম্বাবুয়ে সফরে।
টি-টোয়েন্টি সিরিজের সবশেষ দল দল থেকে বাদ পড়েছেন এনামুল হক, তাইজুল ইসলাম ও নাঈম হাসান। ইনজুরির কারণে দলে রাখা হয়নি সৌম্য সরকার ও আলিস আল ইসলামকে। দলে নেই সাকিব আল হাসান-মুস্তাফিজুর রহমানকেও।
৫ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি দুটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আগামী ৩ মে প্রথম টি-টোয়েন্টি। চট্টগ্রামে বাকি দুই ম্যাচ ৫ ও ৭ মে। মিরপুরে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি ১০ ও ১২ মে।
প্রথম ৩ ম্যাচের বাংলাদেশ দল
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান, পারভেজ হোসেন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।
Discussion about this post