তাকে নিয়ে আলোচনার শেষ নেই। তিনি যেন আলোচনার কেন্দ্রে থাকতেই ভালবাসেন। বিশ্বকাপের মাঝ পথে হঠাৎ করেই ঢাকা ফিরে আসেন সাকিব আল হাসান। উদ্দেশ্য তার প্রিয় কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনের পরামর্শ নেওয়া। যদিও এমন ঘটনা এভাবে বিশ্বকাপের মাঝে দেশে আসার ঘটনা বিরল।
সেই ঘটনার জন্ম দিয়ে দুদিন ঢাকায় থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দিতে কলকাতা ফিরে যান সাকিব। দুই দিনের ছুটি নিয়ে সাকিব মুম্বাই থেকে ঢাকা ফেরেন বুধবার। শুক্রবার তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও একদিন আগেই চলে গেলেন।
চলতি বিশ্বকাপে চার ম্যাচ খেলে যথাক্রমে ১৪, ১, ৪০ ও ১ রান করেছেন সাকিব। ব্যাটিংয়ের ছন্দে নেই বলেই টিপস নিতে আসেন ফাহিম ও সালাউদ্দিনের।
তিনি মিরপুরের ইনডোরে নিবিড় অনুশীলন করেন। কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেন বাংলাদেশ দলপতি। বৃহস্পতিবার মিরপুরের ইনডোরে তিন ঘণ্টা ব্যাটিং নিয়ে কাজ করেছেন।
২৮ অক্টোবর বাংলাদেশ বিশ্বকাপের ম্যাচে লড়বে নেদারল্যান্ডসের সঙ্গে। ৫ ম্যাচ খেলে ৪টিতে হেরে চাপে সাকিবের দল।
Discussion about this post