ফের আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট দল। একটি মাত্র টেস্ট ম্যাচ খেলতে এখন রাজধানীতে আফগান দল। বুধবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠের লড়াইয়ে দুই দল। যেটি চাইলে গ্যালারিতে বসে দেখতে পারবেন দর্শকরা। অনলাইনেও টিকিট বিক্রি হচ্ছে। একমাত্র টেস্ট ম্যাচটি গ্যালারিতে বসে দেখা ছাড়াও সম্প্রচার হবে টেলিভিশনেরও।
বাংলাদেশ-আফগান টেস্ট ম্যাচটি উপভোগের সুযোগ রয়েছে টিভির পর্দায়। একমাত্র টেস্ট ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের দুটি টিভি চ্যানেল। গাজী টিভি ও টি স্পোর্টস দেখাবে মাঠের লড়াই।
এখানেও শেষ নয়, কম্পিউটার, ল্যাপটপ বা অ্যানরয়েড মোবাইল থাকলে সেটি তাতে ইন্টারনেট থাকলেই দেখা যাবে খেলা। ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখাবে আগের মতোই র্যাবিটহোল। তাদের অ্যাপ ও ওয়েব দুটো জায়গাতেই থাকবে ম্যাচের লাইভ স্ট্রিমিং।
এই ম্যাচটি ভারত থেকে সরাসরি দেখা যাবে ফ্যানকোড। আফগানিস্তানে সরাসরি দেখাবে আরটিএ স্পোর্টস। ভারত, যুক্তরাজ্য ও আফগানিস্তানের বাইরে বিশ্বের বাকি অংশে র্যাবিটহোল ইউটিউব চ্যানেলে থাকবে সরাসরি সম্প্রচার।
বাংলাদেশ টেস্ট দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ মাহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, মুশফিক হাসান।
Discussion about this post