ছন্দে ফিরতে সময় নেয়নি লিজেন্ডস অব রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগের দ্বিতীয় ম্যাচেই সেই চেনা দাপট। ফের জয়ের আনন্দে উড়ল মাশরাফি বিন মর্তুজার দল। সুপার লিগের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে রূপগঞ্জ।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে তানবীর হায়দারের ঘূর্ণিজাদু সঙ্গে অলরাউন্ডার চিরাগ জানির দাপুটে ব্যাটিংয়ে লিজেন্ডসরা জয় নিয়ে মাঠ ছাড়ে। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপের মুখোমুখি হয় লিজেন্ডসরা। টস হেরে ব্যাটিং করতে নেমে গাজী গ্রুপ তুলে ৯ উইকেটে ২৬৫ রান। জবাবে নেমে ১৭ বল হাতে রেখে ৪ উইকেটে জয়ের বন্দরে পা রাখে মাশরাফির রূপগঞ্জ।
রূপগঞ্জের হয়ে ৮১ রান করেন চিরাগ জানি। এই ভারতীয় রিক্রুট ৭৩ বলে ৭টি চার ও ২টি ছয়ে খেলেন দেখার মতো এক ইনিংস। ফিফটি করেন পারভেজ হোসেন। ৫৪ বলে ৫টি চার ও ৪টি ছয়ের মারে ৫৭ রান তুলেন তিনি। মুনিম শাহরিয়ার ২৪, ইরফান শুক্কুর ২৩ আর মুক্তার আলির ব্যাটে ২০।
দারুণ বোলিংয়ের পর ব্যাটেও সফল তানবীর হায়দার। তিনি ১৮ বলে ১৯ রান তুলে ছিলেন অপরাজিত। দলকে জিতিয়ে সোহাগ গাজী ১৩ রানে অপরাজিত। গাজী গ্রুপের হয়ে দুটি করে উইকেট শিকার করেন টিপু সুলতান ও মাহমুদুল হাসান।
সকালে মিরপুরের মাঠে ফরহাদ হোসেন আর মেহরব হোসেনের ফিফটিতে গাজী গ্রুপ চ্যালেঞ্জিং স্কোর গড়ে। তারা করেন সমান ৭৭ রান। ফরহাদ ৯৭ বলে ও মেহরব ৭০ বলে খেলেন এই ইনিংস। এনামুল হক ৪টি চার ও ২টি ছয়ের মারে মাত্র ৩১ বলে ৪৯ রান করেন।
লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ৪ উইকেট নেন তানবীর। ৮ ওভারের ৩৭ রান দিয়ে বল হাতে সফল এই বোলারই ম্যাচসেরা। ২ উইকেট তুলেন পেসার আল আমিন হোসেন।
ডিপিএল সুপার লিগে সমান দুই ম্যাচ খেলে মাশরাফির রূপগঞ্জ ও গাজী গ্রুপ জিতেছে ১ ম্যাচে। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠল মাশরাফি বিন মুর্তজার দল। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচে গাজী গ্রুপ।
সংক্ষিপ্ত স্কোর-
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৫০ ওভারে ২৬৫/৯ (হাবিবুর ৩, অমিত ৭, ফরহাদ ৭৭, মেহেরব ৭৭, আকবর ৯, মাহমুদুল ৮, শাকিল ১১, এনামুল ৪৯, টিপু ৪, জয় ১৪, মহিউদ্দিন ০; চিরাগ ১০-১-৪৩-১, আল আমিন ৬-০-২৫-২, মুক্তার ৬-০-২১-১, মাশরাফি ৯-০-৬৫-০, নাঈম ৫-০-২৯-০, সোহাগ ৫-০-৩০-০, সাব্বির ১-০-১৩-০, তানবীর ৮-১-৩৭-৪)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪৭.১ ওভারে ২৬৯/৬ (মুনিম ২৪, পারভেজ ৫৭, সাব্বির ১৪, ইরফান ২৩, চিরাগ ৮১, মুক্তার ২০, তানবীর ১৯, সোহাগ ১৩; জয়নুল ৮-০-৩৯-১, এনামুল ১০-০-৪৫-১, মহিউদ্দিন ৯-০-৬৪-১, টিপু ১০-০-৪১-২, মাহমুদুল ৯-০-৬৩-২, মেহেরব ১-০-৭-০, হাবিবুর ০.১-০-৪-০)
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: তানবীর হায়দার
Discussion about this post