বলে বলেই পাল্টে যাচ্ছিল সমীকরণ। কখনও ম্যাচ ঝুঁকছিল লিজেন্ডস অফ রূপগঞ্জের দিকে, কখনও ঢাকার দিকে। নাটকীয় ম্যাচের শেষটাও হলো নাটকীয়ভাবে। শেষ বলে ঢাকার প্রয়োজন ছিল দুই রান। কিন্তু সেটাই সেঞ্চুরিয়ান উমর আমিনকে করতে দেননি চিরাগ জানি। তার দুর্দান্ত শেষ ওভারে নাটকীয় জয় পেল রূপগঞ্জের দলটি। সুপার লিগ নিশ্চিতে পর এই জয়ে আত্মবিশ্বাসের পারদটা আরেকটু উপরে উঠল মাশরাফির দলের।
বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে ঢাকা লেওপার্ডসকে ১ রান হারিয়েছে মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জ। ব্যাট ও বল হাতে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম মাতিয়ে রূপগঞ্জের চিরাগ জনি।
টস হেরে ব্যাটিংয়ে নেমে চিরাগ জনি এবং সাব্বির রহমানের কল্যাণে ২৬৮ রান করে রূপগঞ্জ। জবাবে ব্যাটিংয়ে নেমে ২৬৭ রানে থামে ঢাকা লেওপার্ডসের ইনিংস। আর তাতে টানা দ্বিতীয় জয় পেয়েছে মাশরাফি বিন মর্তুজার দল।
প্রথমে ব্যাট করতে নেমে পারভেজ ইমনের ফিফটিতে ভালো শুরু পায় রূপগঞ্জ। ৭০ বলে ৫২ রানে ইমন ফিরলে রানের চাকা সচল রাখেন সাব্বির রহমান। ৬৬ বলে ৫৪ রানের ইনিংস খেলে সাব্বির ফেরেন আরিফুল ইসলামের বলে।
মিডল অর্ডারে ফারদিন হাসান এবং ইরফান শুক্কুর তেমন রানের দেখা পাননি। তবে অভাব পুষিয়ে দিয়েছেন চিরাগ জনি। তার ৫০ বলে ৫৯ রান চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে নিয়ে যায় রূপগঞ্জকে। শেষদিকে সোহাগ গাজীর ২৬ এবং মুক্তার আলীর ২৫ রানে ২৬৮ রানে থামে মাশরাফির দল।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। দলীয় ৮ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে বসে তারা। পিনাক ঘোষ ১ ও জসিম উদ্দিন করেন ৫ রান। এরপর দলের হাল ধরেন পাকিস্তানি ক্রিকেটার উমর আমিন। জাকিরুল ইসলাম ১৮ রান করে ফিরে গেলেও উমর সেঞ্চুরি তুলে নেন। তবে সেঞ্চুরির পর ১২৮ রানে অপরাজিত থেকেও দলকে জেতাতে পারেননি উমর। শেষ বলে তাদের দুই রানের সমীকরণ মেলাতে দেননি বোলার চিরাগ জানি!
ঢাকার হয়ে সাব্বির শিকদার ৬৫ এবং মইন করেন ১৯ রান। শেষ দিকে সোহরাওয়ার্দী শুভও রানের ইনিংস খেলেন। তবে তাতে হার এড়াতে পারেনি দলটি। রূপগঞ্জের হয়ে ২টি উইকেট নেন চিরাগ জানি। এ ছাড়া সোহাগ গাজী ও রাজিবুল ইসলাম নেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২৬৮/৮ (মুনিম ৫, পারভেজ ৫২, সাব্বির ৫৪, ফারদিন ১৩, চিরাগ ৫৯, ইরফান ১২, মাশরাফি ০, জাওয়াদ ১০, সোহাগ ২৬, মুক্তার ২৫; আরিফুল ১০-০-৫০-২, সালাউদ্দিন ১০-০-৬২-০, মইন ১০-১-৩৪-৩, দেলোয়ার ১-১-০-০, সোহরাওয়ার্দি ৮-০-৩৩-১, উমর ৮-০-৬৪-২, রায়হান ৩-০-২৪-০)
ঢাকা লেপার্ডস: ৫০ ওভারে ২৬৭/৬ (পিনাক ১, জসিম ৫, উমর ১২৮*, জাকিরুল ১৮, সাব্বির ৬৪, সোহরাওয়ার্দি ২৫, মইন ১৯; চিরাগ ১০-২-৫৬-২, সোহাগ ১০-২-৩০-১, রাজিবুল ৮-০-৩৮-১, জাওয়াদ ৮-০-৪৩-০, মুক্তার ৫-০-৪০-০, মাশরাফি ৯-০-৫৮-০)
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ১ রানে জয়ী
ম্যাচসেরা: চিরাগ জানি
Discussion about this post