সিরিজের প্রথম ম্যাচেই আয়ারল্যান্ডকে মাটিতে নামালো বাংলাদেশ দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আইরিশদের উড়িয়ে দিয়ে ১৮৩ জিতলো বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে নিজেদের ৩৭ বছরের ইতিহাসে ৪০৭ ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটি।
এই সাফল্যে পেছনে পড়ে গেল ২০২০ সালে এই সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়া ১৬৯ রানের জয়।
ম্যাচে বাংলাদেশ তোলে নিজেদের সর্বোচ্চ ৩৩৮ রান। ওয়ানডেতে যা বাংলাদেশের সবচেয়ে বড় ইনিংস।
ম্যাচে চারে নেমে ৮৯ বলে ৯৩ রান করেন সাকিব। অভিষেক ম্যাচে চমক দিয়ে তৌহিদ হৃদয় করেন ৮৫ বলে ৯২। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে অভিষেকে সেঞ্চুরির কীর্তি গড়তে পারেননি তিনি মাত্র আট রানের জন্য!
৬ নম্বরে ব্যাটিংয়ে নেমে মুশফিক তুলেন ২৬ বলে ৪৪ রান।
এর জবাবে নেমে ৩০ ওভার পেরিয়ে আইরিশরা অল আউট হয়ে যায় ১৫৫ রানে। ইবাদত হোসেন নেন ৪ উইকেট, তাসকিন আহমেদ দুটি। উইকেট কিপার মুশফিক গ্লাভসবন্দি করেন রেকর্ড ছোঁয়া ৫ ক্যাচ! বাংলাদেশের হয়ে রেকর্ডে তিনি স্পর্শ করলেন নিজেকেই, যেখানে সঙ্গী পূর্বসূরী খালেদ মাসুদও।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ৩৩৮/৮ (তামিম ৩, লিটন ২৬, শান্ত ২৫, সাকিব ৯৩, হৃদয় ৯২, মুশফিক ৪৪, ইয়াসির ১৭, তাসকিন ১১, নাসুম ১১, মুস্তাফিজ ১; অ্যাডায়ার ১০-০-৭৭-১, হিউম ১০-০-৬০-৪, ম্যাকব্রাইন ১০-০-৪৭-১, ক্যাম্পার ৮-০-৫৬-১, টেক্টর ৬-০-৪৫-০, ডেলানি ৬-০-৫০-০)।
আয়ারল্যান্ড: ৩০.৫ ওভারে ১৫৫/১০ (ডোহেনি ৩৪, স্টার্লিং ২২, বালবার্নি ৫, টেক্টর ৩, ক্যাম্পার ১৬, ডকরেল ৪৫, ডেলানি ১, ম্যাকব্রাইন ০, অ্যাডায়ার ১৩, হিউম ২*; মুস্তাফিজ ৬-০-৩১-০, তাসকিন ৬-২-১৫-২, নাসুম ৮-০-৪৩-৩, সাকিব ৪-০-২৩-১, ইবাদত ৬.৫-০-৪২-৪)।
ফল: বাংলাদেশ ১৮৩ রানে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে।
ম্যাচসেরা: তৌহিদ হৃদয়।
Discussion about this post