জাতীয় দলে প্রত্যাবর্তনে তেমন কিছু করতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে ঠিকই দাপট দেখালেন এনামুল হক বিজয়। আবাহনী লিমিটেডের এই তারকা ক্রিকেটার তুলে নিলেন শতরান। গত ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে তিনি করেছিলেন রেকর্ড রান। এবারের লিগে প্রথম ম্যাচেই পেলেন সেঞ্চুরি!
বৃহস্পতিবারের আরেক ম্যাচে হোঁচট খেলো মোহামেডান স্পোর্টিং ক্লার। প্রথম রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকের্টার্সের কাছে ১২৮ রানের বড় ব্যবধানে হারল তারা। প্রথমে ব্যাট করে গাজী গ্রুপ ৭ উইকেটে ৩৪৯ রান তুলে। জবাবে মোহামেডান ২২১ রানে অলআউট।
আরেক ম্যাচে বিজয় সেঞ্চুরি পেলেও ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে বৃহস্পতিবার হতাশ হলেন নাঈম শেখ। ১৫ রানের জন্য সেঞ্চুরি পাননি তিনি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডয়ামে বিজয়ের শতরান ও নাঈম-আফিফের হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩২৬ রান তুলে আবাহনী।
এনামুল হক বিজয় ১১৮ বলে ১১৩ রান করেন। লিস্ট এ ক্রিকেটে বিজয়ের এটি ১৬ নম্বর শতক। বিজয়-নাঈমের জুটিতে এসেছে ১৫৭ রান। ৭৪ বলে ৮৫ রান করে নাঈম আউট হন। আফিফ হোসেন করেন ৪৭ বলে তিনি ৬৫ রান। মোসাদ্দেক ২৭ বলে ৪৬ রান।
ফতুল্লায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে সর্বোচ্চ ৬৬ রান তুলেন দলের ভারতীয় ক্রিকেটার রবি তেজা। মেহরাব হাসান ৪৩ বলে ৬২।অধিনায়ক আকবর ৫৯ রান তুলেন।
জবাবে নেমে রনি তালুকদারের ফিফটিতে মোহামেডান এগিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। সৌম্য সরকারকেরেন ১৬ রান। অধিনায়ক ইমরুল ২৯ রান। পাঁচে নেমে মাহমুদউল্লাহ ৫৭ বলে ৫৮ রান তুলেন। রনি ৬১ বলে ৮০।
Discussion about this post