ভারতীয় দলের জন্য রীতিমতো দুঃসংবাদ! মিরপুরের মাঠ থেকেই চোট নিয়ে হাসপাতালে রোহিত শর্মা। বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নেমেই আঘাত পেলেন ভারতীয় অধিনায়ক। সিরিজ বাঁচাতে জয় চাই তাদের। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল। এরপরই চোট পেলেন রোহিত।
ইনিংসের দ্বিতীয় ওভারেই ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের বলে স্লিপে ক্যাচ তুলে দেন টাইগার ওপেনার এনামুল হক বিজয়। তার সেই ক্যাচ লুফে নিতে পারলেন না রোহিত। স্লিপে ফ্লিডিং করা রোহিত শর্মা সেই ক্যাচ ধরতে গিয়েই পড়েন বিপাকে। আঙুলে চোট পান রোহিত। তারপরই মাঠ ছাড়েন এই ভারত অধিনায়ক।
ক্রিকেটের নামী ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো এক টুইট বার্তায় তারা লিখেছে, ‘রোহিত শর্মাকে তার বাম হাতের এক্স-রে করার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’
রাজধানী ঢাকার কোন হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে সেটি নিশ্চিত করা হয়নি। তবে তাকে ছাড়াই মাঠে ভাল করছে ভারত। সিরিজে ১-০তে এগিয়ে থাকা বাংলাদেশ দলকে চেপে ধরেছে। মিরপুরের উইকেটে হতাশ করছেন ব্যাটসম্যানরা। ৭৭ রান তুলতেই শেষ ৬ উইকেট।
Discussion about this post