ক্যারিয়ারে প্রথমবারের মতো একটা সিরিজ শুরুর আগে নেতৃত্বে এসেছেন তিনি। শুরুতেই প্রতিপক্ষ ভারত। রোববার মিরপুরের শেরেবাংলায় ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।৭ ডিসেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ। শেষ ম্যাচ হবে ১০ ডিসেম্বর চট্টগ্রামে। দুই দলের দুটি টেস্ট যথাক্রমে শুরু ১৪ ও ২২ ডিসেম্বর। প্রথম টেস্ট চট্টগ্রামে। পরেরটি ঢাকায়।
এখানে অবশ্য ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার কথা ছিল অধিনায়ক তামিম ইকবালের। কিন্তু ইনজুরির কারণে ছিটকে গেছেন তিনি। নতুন অধিনায়ক লিটন। দলে অবশ্য পাচ্ছেন সাবেক তিন অধিনায়ক সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিমকে।তাদের পরামর্শ নিয়ে এগিয়ে যেতে চান লিটন দাস।
শনিবার ওয়ানডে সিরিজের আগের দিন সংবাদ সম্মেলনে লিটন মুখোমুখি হলেন। তিনি বললেন, ‘আমি যখন দায়িত্ব পেলাম, আমার হাতে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ৩ জন সিনিয়র খেলোয়াড় আছেন, এটা ভেবে অনেক ভালো লাগছে। অবশ্যই আমি চাইবো তারা মাঠে আমাকে সহায়তা করুক। প্রথমবার এত বড় সিরিজে দায়িত্ব পেলাম। আমি আশাবাদী, বড় ভাইয়েরা আমাকে সহায়তা করবে। তাদের কাছে যেকোনো সময় সহযোগিতা পাবো।’
ভারত শক্তিশালী দল। যার নেতৃত্বে আছেন রোহিত শর্মা। তাদের বিপক্ষে জয়ের পরিকল্পনাও আছে লিটনের। বললেন, ‘লক্ষ্য একটাই। জেতার জন্যই খেলতে নামব। ওদের সাথে লড়াই করা পুরোপুরি সম্ভব। আমাদের তিন বিভাগই ভালো আছে।’
দেশের মাঠে ২০১৫ সালে সবশেষ সিরিজে ভারতের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। তখন অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। প্রায় ৭ বছর পর আবার রোহিত শর্মাদের দেশের মাঠে পেলো টাইগাররা। এ অবস্থায় বাংলাদেশ অধিনায়ক লিটন বলেন, ‘ভারত অবশ্যই এগিয়ে থাকবে। ওরা মাত্র নিউ জিল্যান্ডে খেলে এসেছে। তবে হোম কন্ডিশন, আমাদের সাপোর্টে ক্রাউড, এটা প্লাস পয়েন্ট।’
Discussion about this post