হারানো শ্রেষ্টত্ব ফিরে পেলো ভারত। নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে উড়িয়ে ফের এশিয়ান চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা। শ্রীলঙ্কানদের দেওয়া মাত্র ৬৬ রানের জবাবে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ছয়বারের চ্যাম্পিয়নরা। জিতে নেয় এশিয়া কাপের সপ্তম শিরোপা। শ্রীলঙ্কাকে উড়িয়ে শ্রেষ্টত্ব পুনরুদ্ধার করল ভারত।
শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। ২০১৮ সালে তাদের হারিয়েই ট্রফি জিতেছিল বাংলাদেশের মেয়েরা।
শনিবার সিলেটের ফাইনালে লঙ্কানরা তেমন কিছুই করতে পারেনি। টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কাকে ৬৫ রানে আটকে ফেলে ভারতীয় বোলাররা। রেনুকা সিং ৩ ওভারে মাত্র ৫ রান দিয়ে ৩ উইকেট নেন। দুটি করে প্রাপ্তি রাজেশ্বরি গায়কোয়াড় ও স্নেহ রানার।
এরপর স্মৃতির দুর্দান্ত ইনিংসে চলজলতি লক্ষ্যে পৌঁছে যায় ভারতের মেয়েরা। ৩ ছক্কা ও ৬ চারে ২৫ বলে ৫১ রানের অপরাজিত ছিলেন তিনি। তাতেই ১৪ বছর পর এশিয়া কাপের ফাইনালে ওঠা শ্রীলঙ্কার কপাল পুড়ে। অবশ্য বাংলাদেশ স্বাগতিক আর চ্যাম্পিয়ন তকমা নিয়ে খেলতে নেমেও বিদায় নেয় সেমি-ফাইনালের আগেই।
সর্বোচ্চ ১৩ উইকেট ও ৯৪ রান করে প্লেয়ার অব দা টুর্নামেন্টের পুরস্কার পেলেন ভারতের দিপ্তি শর্মা।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা নারী দল: ২০ ওভারে ৬৫/৯ (আতাপাত্তু ৬, আনুশকা ২, হার্শিথা ১, নিলাকশি ৬, হাসিনি ০, কাভিশা ১, ওশাদি ১৩, মালশা ০, সুগন্দিকা ৬, ইনোকা ১৮*, আচিনি ৬*; দিপ্তি ৪-০-৭-০, রেনুকা ৩-১-৫-৩, রাজেশ্বরি ৪-০-১৬-২, স্নেহ ৪-০-১৩-২, ডায়ালান ৩-০-৮-০, শেফালি ২-০-১৬-০)
ভারত নারী দল: ৮.৩ ওভারে ৭১/২ (শেফালি ৫, স্মৃতি ৫১*, জেমিমা ২, হারমানপ্রিত ১১*; ওশাদি ২.৩-০-৩০-০, সুগন্দিকা ১-০-৭-০, ইনোকা ৩-০-১৭-১, কাভিশা ২-০-১৭-১)
ফল: ৮ উইকেটে জিতে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
ম্যাচসেরা: রেনুকা সিং
টুর্নামেন্টসেরা: দিপ্তি শর্মা
Discussion about this post