ঢাকার ক্লাব ক্রিকেটের পরিচিত মুখ তিনি। সফল সংগঠক আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালকের পরিচিতিটাও আছে। সেই শফিকুর রহমান মুন্না আর নেই। প্রাণঘাতী ক্যান্সারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার মারা গেছেন ক্রিকেটের নিবেদিত এই প্রাণ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শফিকুর রহমান মুন্নার মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। ১৯৭০ সালের দিকে ঢাকার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ক্রিকেট সম্পাদক ও ম্যানেজার হিসেবে যাত্রা শুরু হয় তার। সময়ের পথ ধরে ঢাকার ক্লাব ক্রিকেটের জনপ্রিয় সংগঠক হয়ে উঠেন মুন্না।
১৯৯১ সালে প্রয়াত লেঃ কর্নেল মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে হওয়া বিসিবির নির্বাহী কমিটির অন্যতম শীর্ষ কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন শফিকুর রহমান মুন্না। তারপর ২০০১ থেকে ২০০৬ সালেও তিনি বিসিবির নির্বাহী কমিটির অন্যতম বড় সদস্য হিসেবে কাজ করেন তিনি।
বিসিবির সঙ্গে দায়িত্ব পালনকালে তিনি ছিলেন নির্বাহী কমিটি ও উপদেষ্টা কমিটির একজন সদস্য। ২০০৭ সালে গঠিত বিসিবির অন্তর্বর্তীকালীন কমিটিরও একজন সদস্য ছিলেন শফিকুর। বোর্ডের গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটিতে দীর্ঘদিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এই ক্রীড়া সংগঠক। প্রথম বিপিএল গভর্নিং কাউন্সিলেও সদস্য ছিলেন মুন্না।
বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে শফিকুরের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।
Discussion about this post