ওয়ানডে ক্রিকেট মানেই যেন বাঘের গর্জন! টেস্ট কিংবা টি-টুয়েন্টিতে ভরাডুবি হলেও ৫০ ওভারের ক্রিকেটে সেরা দলগুলোর সঙ্গে চোখে চোখ রেখেই লড়াই করে বাংলাদেশ দল। এই যেমন এখন ওয়েস্ট ইন্ডিজকে শাসন করছে তামিম ইকবালের দল। অন্য দুই ফরম্যাটে ভরাডুবি হলেও এখানে দারুণ দাপট। সিরিজের প্রথম ওয়ানডে ৬ উইকেটে এবং দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ জিতল ৯ উইকেটে।
যেখানে টি-টুয়েন্টি আর টেস্টে দল নাজেহাল সেখানে এ বছরের শেষ পাঁচটি সিরিজেই দারুণ। শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ দল।
প্রশ্ন হলো-ওয়ানডেতে কেন বদলে যায় বাংলাদেশ? কিভাবে ৫০ ওভারের ক্রিকেটে এতোটা দক্ষতা এনেছে টাইগাররা? এমন প্রশ্নের মেুখ দাঁড়িয়ে ওয়ানডে অধিনায়ক তামিম বুধবার রাতেই বলছিলেন, ‘আমার মনে হয়, আমরা এই খেলাটাতেই হয়তোবা একটু কমফোর্টেবল। বেশকিছু ম্যাচও খেলেছি এটাতে। ঘরোয়া ক্রিকেটেও আপনি যদি দেখেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আমার মনে হয় সব থেকে প্রতিযোগিতামূলক যেটা আমরা বাংলাদেশে খেলি। সম্ভবত এই কারণেই আজ এই জায়গায় ফলাফলটা আসে। আর যে জায়গায় একটু ফলাফল আসে সেই জায়গার পরিবেশটাই একটু ভিন্ন থাকে।’
টানা দশ জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। উইন্ডিজের দেওয়া ১০৮ রান টপকাতে কোন বেগ পায়নি দল। ১৭৬ বল বাকি থাকতেই জয়ের বন্দরে তামিমের দল। তার পথ ধরে ৩ ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ২-০ ব্যবধানে। শনিবার গায়ানাতেই স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে নামবে বাংলাদেশ দল।
এখন নিয়মিত ক্যারবীয়দের হারাচ্ছে বাংলাদেশ। ওয়ানডেতে এই সাফল্য নিয়ে তামিম বলছিলেন, ‘আমার কাছে মনে হয়, প্রত্যেকটা জয়ই খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। অস্ট্রেলিয়ার সাথে যদি সিরিজ জিতি আমাদের যেভাবে উদযাপন করা উচিত, ওয়েস্ট ইন্ডিজের সাথে, জিম্বাবুয়ের সাথে বা অন্য কোনো দলের সঙ্গে জিতলে একই ভাবে উদযাপন করা উচিত। আন্তর্জাতিক ক্রিকেটটাই এমন যে আপনাকে জয় কেউ উপহার দিবে না। আপনাকে জয়ের জন্য যুদ্ধ করতে হবে।’
তামিম জানালেন নেতৃত্বটা তিনি শিখছেন। অধিনায়ক বললেন, ‘আমি বলবো এখনও শিখছি। এখনও অনেক কিছু শিখছি। আমি অবশ্যই আত্মবিশ্বাসী, আমি আত্মবিশ্বাসী না হলে তো এই কাজে থাকতাম না।আমি সবসময় একটা কথা বলি, আমার যখন মনে হবে আমি যোগ্য ব্যক্তি নয় কিংবা সৎভাবে কাজটা করতে পারছি না, তখন আমি হাত তুলে আমার জায়গা ছেড়ে দেব। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সব ভালো। পরবর্তীতে দেখা যাক কী হয়।’
Discussion about this post