ইনজুরি তার নিত্যসঙ্গী। দুর্দান্ত ফর্মে থাকার সময়ও চোটে একাধিকবার ছিটকে গেছেন তিনি। এখন ফের ধাক্কা সামলে ছন্দ ফেরার পথে তাসকিন আহমেদ। তাইতো সুখবর পেলেন বাংলাদেশের এই পেসার। রিহ্যাবে ভালো করায় তার দলে ফেরার সম্ভাবনা জেগেছে ফের। খবর-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডেও যুক্ত করা হচ্ছে ডানহাতি পেস বোলারকে।।
এরইমধ্যে ওয়েস্ট ইন্ডিজ সফরের আমেজ শুরু হয়েছে দেশের ক্রিকেটে। দুই দাপে দলের কয়েকজন ক্রিকেটার চলে গেছেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। বাকিরাও যাবেন পরের দুই ধাপে। সফরে টেস্ট সিরিজের দুই ম্যাচ হবে ১৬ ও ২৪ জুন। প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগা। দ্বিতীয় টেস্ট সেন্ট লুসিয়ায়। সফরে টি-টুয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২, ৩ ও ৭ জুলাই। প্রথম দুই ম্যাচ হবে ডমিনিকায়, শেষ ম্যাচ হবে গায়ানায়। এই ভেন্যুতেই আগামী ১০, ১৩ ও ১৬ জুলাই তিন ওয়ানডে।
এর আগে প্রস্তুত হয়ে যাবেন তাসকিন। এমনই আশা টমে ম্যানেজম্যান্টের। রিহ্যাব ও স্কিল ট্রেনিংয়ে তাসকিন ভালো করায় তাকে টি-টুয়েন্টি স্কোয়াডেও যুক্ত করা হয়েছে। গেল সপ্তাহে বোলিং শুরু করেছেন তিনি। ফিটনেস পরীক্ষাতেও পাশন। ফিজিওর থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় তাকে নেওয়া হচ্ছে টি-টুয়েন্টি দলে।
২৩ জুন তাসকিনের ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার কথা তাসকিনের। তার আগে আরও প্রস্তুত করবেন নিজেকে।
১৬ সদস্যের টি-টুয়েন্টি দল-
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
Discussion about this post