পুর্ণাঙ্গ সিরিজ বলে কথা। সময় নিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ফরম্যাটের সিরিজ খেলতে ভাগে ভাগে ক্যারিবীয় সফরে যাচ্ছে টাইগাররা। দ্বিতীয় ধাপে সোমবার দেশ ছাড়ার আগে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ শোনালেন আশার কথা।
বিকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদম্যাধ্যমের মুখোমুখি হলেন মিরাজ। সোমবারের এই ফ্লাইটে যাবেন তামিম ইকবাল, ইয়াসির আলী রাব্বী ও কোচিং স্টাফের চারজন। দেশ ছাড়ার আগে মিরাজ বলেন, ‘আমরা ওয়ানডে, টি-টুয়েন্টি ও টেস্ট তিনটিতেই আশা করি ভালো ক্রিকেট খেলবো। টেস্টে হয়তো সম্প্রতি আমরা ভালো করছি না। কিন্তু আমরা কামব্যাক করতে পারবো। এটা বিশ্বাস আছে আমাদের।’
নিউজিল্যান্ডে জয়ের কথা মনে করিয়ে মিরাজ আরও বলেন, ‘দেখুন আমরা নিউজিল্যান্ডে ম্যাচ জিতেছি, নিউ জিল্যান্ডের কন্ডিশনে গিয়ে। কিন্তু আমরাতো এরকম না যে আমরা পারি না। হয়তো আমাদের খারাপ সময় যাচ্ছে, ক্রিকেটাররা কামব্যাক করার চেষ্টা করছে।’
চার ভাগে ভাগ হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন ক্রিকেটাররা। সফরের শুরুতে টেস্ট খেলবে বাংলাদেশ। নতুন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান নিজের মতো করে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন। ১৬ জুন প্রথম টেস্ট বাংলাদেশের। এর চারদিন আগেই দলের সঙ্গী হওয়ার কথা তার।
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দুই টেস্ট খেলবে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম ও ড্যারেন স্যামি স্টেডিয়ামে। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। দুটি টেস্ট শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়। সফরে টি-টুয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২, ৩ ও ৭ জুলাই। প্রথম দুই ম্যাচ হবে ডমিনিকায়, শেষ ম্যাচ হবে গায়ানায়। এই ভেন্যুতেই আগামী ১০, ১৩ ও ১৬ জুলাই তিন ওয়ানডে।
১৬ সদস্যের টেস্ট দল-
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও কাজী নুরুল হাসান সোহান।
১৭ সদস্যের ওয়ানডে দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও এনামুল হক বিজয়।
১৫ সদস্যের টি-টুয়েন্টি দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও সাইফউদ্দিন।
Discussion about this post