ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে রান ফোয়ারা ছুটিয়েছেন দু’জন। রোজার ঈদের আগে শেষ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাঠ মাতিয়েছেন তারা। তারই পুরস্কার এবার পেলেন নাঈম ইসলাম ও সাব্বির রহমান। বাংলাদেশ টাইগার্সের স্কোয়াডে জায়গা পেলেন রূপগঞ্জের এই দুই তারকা। ক্যাম্পের জন্য ডাক পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা সৌম্য সরকার, হাসান মাহমুদ, মোহাম্মদ নাইম শেখও।
ঘরোয়া ক্রিকেটে ভাল করা কিংবা ফর্ম হারিয়ে অথবা চোটের কারণে যারা জাতীয় দলে নেই কিংবা কেবল এক সংস্করণে খেলা ক্রিকেটাররা যখন জাতীয় দলের বাইরে থাকেন সেই ক্রিকেটারদের নজরে রাখতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের সঠিক ব্যবস্থাপনার মধ্যে রাখতেই করা হয়েছে ‘বাংলাদেশ টাইগার্স’ নামের ডেভেলপমেন্ট প্রোগ্রাম।
এর আগে এই বছরের গত ফেব্রুয়ারি-মার্চে ২৩ ক্রিকেটারকে নিয়ে এই প্রকল্পের প্রথম ক্যাম্প হয় বগুড়ায়। ১১ দিনের সেই ক্যাম্পে নিজেদের তৈরি করেছেন ক্রিকেটাররা। এবার ২৭ মে শুরু হতে যাওয়া দ্বিতীয় ক্যাম্পের জন্য বুধবার ২৯ জনের দল দিয়েছে বিসিবি। ৫ জুন পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরুতে হবে ফিটনেস কাম্প। স্কিল ক্যাম্প শুরু ১২ জুন।
সবশেষ ‘বাংলাদেশ টাইগার্স’ দলের ইমরুল কায়েস, মৃত্যুঞ্জয় চৌধুরি এবার নেই। টেস্ট অধিনায়ক মুমিনুল হক, এনামুল হক, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলামও ছিলেন গতবারের ক্যাম্পে। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে থাকায় স্বাভাবিকভাবে এবার তারা ক্যাম্পে নেই।
জাতীয় দল থেকে ছিটকে যাওয়া সৌম্য সরকার আছেন ক্যাম্পে। প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রুপগঞ্জের হয়ে ১৫ ম্যাচে ৬৬.০৭ গড়ে আসরে দ্বিতীয় সর্বোচ্চ ৮৫৯ রান তুলেছিলেন নাঈম। লিজেন্ডসদের হয়ে ১৫ ম্যাচে সাব্বির তুলেন ৫১৫ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে তিন বছর পর সেঞ্চুরি তুলেন তিনি। তারা আছেন টাইগার্সের দলে।
বাংলাদেশ টাইগার্স দল-
সাদমান ইসলাম, সাইফ হাসান, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে মাহমুদ রাব্বি, আশিক উল আলম, নাহিদুল ইসলাম, সানজামুল ইসলাম, মোহাম্মদ নাইম শেখ, আল আমিন হোসেন, আবু হায়দার রনি, মেহেদি হাসান রানা, আবু জায়েদ চৌধুরি, কামরুল ইসলাম রাব্বি, নাঈম ইসলাম, সৌম্য সরকার, রনি তালুকদার, পিনাক ঘোষ, জাকের আলি অনিক, সাজ্জাদুল রিপন, শাহিন আলম, সাব্বির রহমান, জাকিরুল আহমেদ, আব্দুল হালিম, মাইশুকুর রিয়েল, হাসান মাহমুদ, রাকিন আহমেদ, সৈকত আলি, নাজমুল ইসলাম অপু।
Discussion about this post