আরেকটি শতরানের পথেই ছিলেন তিনি। মনে হচ্ছিল বুঝি আরেকটি মহাকাব্য লেখা হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। কিন্তু এবার ঠিক হলো না।টিানা দুই সেঞ্চুরির দেখা মিলল না। ১১৩ বলে ৮৬ রানে এসে থামলেন লিটন কুমার দাস।
সোমবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। এরপরই শুরু হয় লিটনের ধ্রুপদী ইনিংস। বুঝিয়ে দেন তার হাতে জাদু আছে। অবশ্য তিনি তো দারুণ ফর্মে। সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরির পর তৃতীয় ম্যাচে এসে পেলেন হাফ সেঞ্চুরি। আজমতুল্লাহর বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলেন এই ডানহাতি ওপেনার ব্যাটসম্যান।
৬৩ বলে পাওয়া হাফ সেঞ্চুরির ইনিংসে চারের মার ছিল ৫টি। মনে হচ্ছিল এই ইনিংসটি শতরান হতে যাচ্ছে। কিন্তু থাকল ১৪ রানের আক্ষেপ। টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলতে পারলেন না লিটন। মোহাম্মদ নবীর বলে স্লগ সুইপ করতে গয়ে বল তুলে দিলেন চট্টগ্রামের আকাশে। গুলবাদিন নাঈব ক্যাচ ধরতে ভুল করলেন না। ১১৩ বলে ৮৬ রানে আটকে গেল দল।
আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা দুই ইনিংসে সেঞ্চুরির পথে থেকেও পারলেন না ওপেনার লিটন দাস। ক্যারিয়ারের পঞ্চাশতম ওয়ানডেতে ১১৩ বলে ৭ চারে ৮৬ রান তুলে সাজঘরের পথ ধরেন ইনফর্ম এই ওপেনার।
এই ওয়ানডের আগেই অবশ্য সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। টানা ২ জয়ে ওয়ানডে সিরিজ আগের ম্যাচেই জিতে নিয়েছে টাইগাররা।
Discussion about this post