শেষের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এরইমধ্যে গ্রুপ পর্ব শেষে চার দল প্লে অফের টিকিট পেয়েছে। এই লড়াই শেষে ফাইনাল ১৮ ফেব্রুয়ারি। ৬ দলের বিপিএলে বাদ পড়ল ২ দল। এবার ৪ দল নামবে প্লে-অফে।
এরইমধ্যে প্রতি দল খেলেছে ১০টি করে ম্যাচ। লিগ লড়াইয়ে ৭ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ফরচুন বরিশাল। ১৩ পয়েন্ট নিয়ে এরপরই কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার ১৪ ফেব্রুয়ারি বিকেলে শুরু কোয়ালিফায়ার পর্বে।
এ অবস্থায় ৫টি করে জয়-পরাজয়ে ১০ পয়েন্ট চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের। পয়েন্ট তালিকায় তিনে চট্টগ্রাম। এরপরই খুলনা।
বিপিএল থেকে বিদায় নিয়েছে সিলেট সানরাইজার্স ও মিনিস্টার ঢাকা। ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল আর মাহমুদউল্লাহ রিয়াদের ঢাকা। সমান ম্যাচে সিলেট জিতেছে মাত্র একটি ম্যাচে।
এক নজরে প্লে-অফ পর্বের সূচি
তারিখ ম্যাচ মুখোমুখি
১৪ ফেব্রুয়ারি এলিমিনেটর খুলনা-চট্টগ্রাম
১৪ ফেব্রুয়ারি ১ম কোয়ালিফায়ার বরিশাল-কুমিল্লা
১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার এলিমিনেটর জয়ী-১ম কোয়ালিফায়ার পরাজিত
১৮ ফেব্রুয়ারি ফাইনাল ১ম কোয়ালিফায়ার জয়ী-২য় কোয়ালিফায়ার জয়ী
Discussion about this post