টানা দুই হারে চাপে ছিল দল। ঘুরে দাঁড়ানো ছাড়া বিকল্প ছিল না। ঠিক এমন সময়ে এসে জয় তুলে নিয়ে মিনিস্টার ঢাকা। শুরুর ব্যর্থতা সামলে এদিন মাহমুদউল্লাহ রিয়াদ ও শুভাগত হোম দেখালেন পথ। শেষে আন্দ্রে রাসেল ম্যাজিক। সব মিলিয়ে ফরচুন বরিশালকে প্রথম হারের স্বাদ দিল ঢাকা।
সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অবশ্য রান পেলেন বরিশালের ক্রিস গেইল। আগের দিনই ঢাকা এসেছেন তিনি। করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়েই নামলেন মাঠে। তার ব্যাটে বরিশাল টস হেরে ২০ ওভারে করে ১২৯ রান। গেইল করেন ৩৬ রান।
টুয়েন্টি ক্রিকেটে এর আগে ৫ হাজারের বেশি রান ও ৪০০ উইকেটের অনন্য ডাবলের একমাত্র মালিক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। সোমবার সেই ব্রাভোর সাহায্য নিয়ে তাকেই স্পর্শ করেন সাকিব আল হাসান। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলফলকে পা রাখেন তিনি।
বরিশালের হয়ে ঢাকার বিপক্ষে খেলতে নেমে সাকিব গড়েন এই কীর্তি। ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহর ক্যাচ ধরে সাকিবকে ৪০০ উইকেটে নিয়ে যান ব্রাভো। ব্রাভো ছাড়া আর কোন বোলারেরই পাঁচশ উইকেট নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪৪ ম্যাচে ৪৩৫ উইকেট ইমরান তাহিরের। তৃতীয় ৩৮৩ ম্যাচে ৪২৫ উইকেট নেওয়া সুনিল নারাইন।
সংক্ষিপ্ত স্কোর-
ফরচুন বরিশাল : ২০ ওভারে ১২৯/৮ (সৈকত ১৫, শান্ত ৫, সাকিব ২৩, হৃদয় ০, গেইল ৩৬, সোহান ১, ব্রাভো ৩৩*, জিয়াউর ১, জোসেফ ৪, তাইজুল ৫*;রুবেল ৩-০-৮-১, শুভাগত ৪-০-১৯-১, মুরাদ ২-০-১২-১, রাসেল ৪-০-২৭-২, উদানা ৪-০-২৯-২, মাহমুদউল্লাহ ৩-০-৩১-১)
মিনিস্টার ঢাকা: ১৭.৩ ওভারে ১৩০/৬ (তামিম ০, শাহজাদ ৫, নাঈম ৪, জহুরুল ০, মাহমুদউল্লাহ ৪৭, শুভাগত ২৯, রাসেল ৩১*, উদানা ১*; শফিকুল ৩-১-২০-২, জোসেফ ৩-০-৩৪-২, সাকিব ৩.৩-০-২১-১, ব্রাভো ৩-০-১৬-১, তাইজুল ৪-০-২৯-০, জিয়াউর ১-০-৬-০)
ফল: মিনিস্টার ঢাকা ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মাহমুদউল্লাহ
Discussion about this post