২০২১ সালটা তার নতুন জন্মের বছর। নতুন করে ফিরে ছন্দ পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বল হাতে সেই সাফল্যের বড় একটা পুরস্কার পেয়ে গেলেন তিনি। আইসিসি টি-টুয়েন্টি বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই তারকা পেসার।
বুধবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইটেসেরা একাদশের নাম ঘোষণা করা হয়েছে। যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন মুস্তাফিজ।
এই বাঁহাতি পেসারের বছরটা দারুণ কেটেছে। ২০২১ সালে টি-টুয়েন্টি থেকে শিকার করেছেন ২৮ উইকেট। ২০ ম্যাচে ১৭.৩৯ গড়ে প্রতিটি উইকেট নেন তিনি। বিশেষ করে তার বোলিংয়ের ইকনমি রেট দুর্দান্ত। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তিনি দিয়েছেন ওভারপ্রতি মাত্র ৭ রান।
আইসিসির বর্ষসেরা টি-টুয়েন্টি একাদশে ভারতীয় দল থেকে একজন ক্রিকেটারেরও জায়গা হয়নি এই তালিকায়। বিশ্বজয়ী অস্ট্রেলিয়ার আইসিসির বর্ষসেরা দলে আছেন দুইজন। তারা হলেন- মিচেল মার্শ ও জশ হেইজেলউড। পাকিস্তানের আছেন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ও পেসার শাহিন শাহ আফ্রিদি।
বর্ষসেরা টি-টুয়েন্টি দলের অধিনায়ক বাবর আজম। তার অধীনে পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে পাকিস্তান। তিনি ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। ২৯ ম্যাচ খেলে ৩৭.৫৬ গড়ে করেন ৯৩৯ রান, একটি সেঞ্চুরি ও ৯ হাফ সেঞ্চুরি।
বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ
জস বাটলার (ইংল্যান্ড), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার-পাকিস্তান), বাবর আজম (অধিনায়ক-পাকিস্তান), এইডেন মারক্রাম (দক্ষিণ আফ্রিকা), মিচেল মার্শ (অস্ট্রেলিয়া), ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), তাবরাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা), জস হেইজেলউড (অস্ট্রেলিয়া), ভানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ও শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)।
Discussion about this post