আহ, স্বস্তির দিন! অবশেষে নিউজিল্যান্ডের মাঠে অনুশীলনে নামতে পারল বাংলাদেশ ক্রিকেট দল। ৮ ডিসেম্বর দেশ ছেড়েছে টাইগাররা। এরপর তাসমান পাড়ের দেশটিতে পা দিয়ে কোয়ারেন্টাইন নামের বন্দি জীবনে ছিল তারা। অবশ্য করোনার এই সময়ে এছাড়া কোন উপায়ও ছিল না। দুঃসহ সব দিন পেছনে ফেলে মঙ্গলবার মাঠে নামল মুমিনুল হকের দল।
১১ দিন বন্দি থেকে এবার মাঠে ক্রিকেটাররা। নিউজিল্যান্ড থেকে পাঠানো ভিডিও বার্তায় প্রধান কোচ রাসেল ডমিঙ্গো সেই সুখবরই দিলেন।
মঙ্গলবার স্থানীয় সময় সকালে লিংকন ইউনিভার্সিটি মাঠে অনুশীলন করে বাংলাদেশ দল। খবরটা দিয়ে ডমিঙ্গো বলেন, ‘বাইরে বের হতে পারার অনুভূতি অসাধারণ। ১১ দিন হোটেলে বন্দি থাকা খুবই চ্যালেঞ্জিং ছিল ছেলেদের জন্য। ওরা রৌদ্রোজ্জ্বল একটি দিনে মাঠে আসতে পেরে খুব খুশি।’
টেস্ট মিশনে যাওয়া টাইগাররা ওয়ার্ম-আপের পর ফুটবল দিয়ে শুরু করেন অনুশীলন। তারপর নেটে ব্যাটিং অনুশীলনে নামেন মুমিনুলরা। লিটনকে বোলিং করেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। মুশফিকুর রহিমও ব্যাটিং করেন এদিন। ওয়ার্ম করার পর নিজেদের মধ্যে ভাগ হয়ে ফুটবল খেলেন তারা।
আগামী কয়েকদিনের পরিকল্পনা প্রসঙ্গে ডমিঙ্গো বলেন, ‘আগামী দুই-তিন দিন হাই ইনটেনসিটি অনুশীলন হবে ব্যাটিং-বোলিংয়ের। আমরা টাওরাঙ্গা গিয়ে টেস্টের আগে ৬ দিন অনুশীলনের সুযোগ পাব। আশা করি সবাই ছন্দে ফিরতে পারবে টেস্টে নামার আগে, যেমন ইনটেনসিটি দরকার তা নিশ্চিত করতে পারবে।’
সব ঠিক থাকলে ২০২২ সালের প্রথম দিন মানে ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
Discussion about this post