ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। প্রথমে দুই দল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে খেলে সাফল্য পেলেও উইকেটের কারণে অনেক সমালোচিত হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে পাকিস্তান সিরিজে ভালো উইকেট পাওয়ার প্রত্যাশা বোর্ডের।
উইকেটের ব্যাপারে বিসিবির পরিচালক আকরাম খান জানালেন, আবহাওয়ার কারণে আগস্ট-সেপ্টেম্বর মাসে দেশের উইকেট ধীর থাকে, যার প্রভাব পড়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে। পাকিস্তান সিরিজে উইকেট আগের চেয়ে ভালো থাকবে, প্রত্যাশা তারা, ‘আমরা শেষ দুই সিরিজ যে উইকেট খেলেছি, ওই সময়ে কিন্তু আমাদের দেশের উইকেট ওরকমই থাকে, আবহাওয়ার কারণে। এখনকার সময়টায় উইকেট ভালো থাকে। এই সময়ে কিন্তু আমরা বিপিএল করি, প্রিমিয়ার লিগ, বিসিএল আয়োজন করি। আশা করছি এবার ভালো উইকেট পাব।’
টি-টোয়েন্টি সিরিজের মত দ্বিতীয় টেস্টের ভেন্যুও মিরপুর। তবে তার আগে প্রথম টেস্ট আয়োজিত হবে চট্টগ্রামে। এতে উইকেট কাঙ্ক্ষিত বিশ্রামও পাবে, জানান আকরাম, ‘আরেকটা বিষয় হল উইকেট এবার বিশ্রাম পাবে, কারণ চট্টগ্রামেও খেলা আছে। মিরপুরের উইকেটের জন্যই যে বিশ্বকাপে খারাপ খেলেছি- তা নয়। আমাদের টেকটিক্যাল, অ্যাটিটিউড… পারফরম্যান্স করার দরকার ছিল, সেটা করতে পারিনি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলা পাকিস্তান বড় পরীক্ষায় ফেলবে বাংলাদেশকে , তা মানছেন আকরাম, ‘পাকিস্তান বিশ্বকাপের অন্যতম সেরা দল। তাদের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছি, কঠিন হবে। ফর্মও এখন আমাদের ভালো নেই। ফর্ম একদিন ভালো থাকে একদিন খারাপ থাকে, এটা কোনো সমস্যা নয়।’
নিউজজি/সিআর
Discussion about this post