ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবারের বিশ্বকাপে দাপটের সঙ্গে খেলছে। দলটি এরইমধ্যে সেমিফাইনালের টিকিটও নিশ্চিত করেছে। তাই অনেকেই ধারণা করছিলেন বিশ্বকাপে থাকা ক্রিকেটারদের নিয়েই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। কিন্তু এই সফরে থাকছেন না কেবল অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তরুণ কাউকে সুযোগ দিতে তিনি নিজেই প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমকে অনুরোধ করেন, এই সফরে তাকে বিবেচনা না করতে।
সোমবার বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপের মূল স্কোয়াডের সঙ্গে রিজার্ভ হিসেবে থাকা ব্যাটসম্যান খুশদিল শাহ, পেসার শাহনাওয়াজ দাহানি ও লেগ স্পিনার উসমান কাদিরকে রাখা হয়েছে বাংলাদেশ সফরের স্কোয়াডে। বাইরে থেকে যুক্ত করা হয়েছে ইফতিখার আহমেদকে। চার জনই পাকিস্তানের হয়ে খেলেছেন আগে।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি সফরকারিরা টাইগারদের বিপক্ষে খেলবে দুইটি টেস্ট চ্যাম্পিয়নশীপের ম্যাচও। ১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। ২০ এবং ২২ নভেম্বর একই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ।
টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট খেলতে চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ নভেম্বর প্রথম টেস্টে মাঠে নামবে টাইগাররা। শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়। ৫ বছর পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল।
পাকিস্তান টি-টোয়েন্টি দল:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিফ রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শাহনাওয়াজ দাহানি, শোয়েব মালিক, উসমান কাদির।
Discussion about this post