ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড আর শেষ চারের অন্য ম্যাচে লড়বে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
গ্রুপ পর্ব সবচেয়ে দাপটের সঙ্গে শেষ করেছে পাকিস্তান। পাঁচ ম্যাচের সবকটিতে জিতে গ্রুপ ২-এর চ্যাম্পিয়ন হয় তারা। তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে পাঁচ ম্যাচের চারটিতে জিতে গ্রুপ ১-এ হয়েছে রানার্সআপ।
গ্রুপ ১-এ ইংল্যান্ড প্রথম চার ম্যাচের সবকটিতে জিতে সেমি-ফাইনালে এক পা দিয়েই রেখেছিল। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেলেও রান রেটে অনেক এগিয়ে থাকায় গ্রুপ সেরা হয়েই গ্রুপ পর্ব শেষ করে।
নিউজিল্যান্ড অবশ্য প্রথম ম্যাচেই হেরে বসে পাকিস্তানের বিপক্ষে। তবে এরপর টানা চার জয়ে নিশ্চিত করে সেমি-ফাইনালে খেলা।
আগামী বুধবার আবু ধাবিতে প্রথম সেমি-ফাইনালে লড়বে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। পরদিন দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
আগামী ১৪ নভেম্বর দুবাইয়ে হবে ফাইনাল।
Discussion about this post