ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশ মোটামুটি ব্যবধানে জিতলেই দ্বিতীয় রাউন্ডে। বাংলাদেশ জিতলে আর স্কটল্যান্ডের কাছে ওমান হেরে গেলে কোনো হিসাব আর সমীকরণ ছাড়াই সুপার টুয়েলভে টাইগার আর স্কটিশরা। অন্যদিকে বাংলাদেশ আর ওমান জিতলে নেট রান রেটের হিসাব চলে আসবে। সেক্ষেত্রে বাংলাদেশ তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে।
মনে করি,
সমীকরণ ১.
বাংলাদেশ শেষ ম্যাচে ২০ ওভারে ১৬০ রান করলো। আর পাপুয়া নিউগিনিকে ১২০ রানে গুটিয়ে দিলো। সেক্ষেত্রে আমাদের নেট রান রেট হবে +১.০০। ফলাফল: বাংলাদেশ সুপার টুয়েলভে।
সমীকরণ ২:
পাপুয়া নিউগিনি আগে ব্যাটিং করে ১৩০ রান করলো। বাংলাদেশ ১৬ ওভারেই সেই রান তাড়া করলো। সেক্ষেত্রে টাইগারদের নেট রান রেট হবে +০.৮৪ প্রায়। ফলাফল: বাংলাদেশ সুপার টুয়েলভে।
স্কটল্যান্ড আর ওমানের সাথে নেট রান রেটের ব্যবধা খুব কম। বাংলাদেশ জিতে গেলে সেই ব্যবধান কমে যাবে; বাংলাদেশ এগিয়ে যাবে।
Discussion about this post