আগেই ইঙ্গিত ছিল শুরু থেকে অনুশীলনে থাকতে পারছেন না সাকিব আল হাসান। কারণ দেশের বাইরে থেকে এসে তিনদিনের কোয়ারেন্টাইন বাধ্যমূলক। সেটি শেষ শনিবার অনুশীলনে ফিরলেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। তবে তার একদিন আগেই অনুশীলনে ফিরেছে বাংলাদেশ দল।
যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর কোয়ারেন্টাইনের ৭২ ঘণ্টা পূরণ না হওয়ায় নির্ধারিত সময়ে অনুশীলনে যোগ দিতে পারেননি সাকিব। ২৪ আগস্ট থেকে দলের কোয়ারেন্টাইন শুরু হয়। সাকিব যোগ দেন সেদিনই ভোর রাতে।এ কারণেই শুক্রবার সাকিবকে হোটেলে কাটাতে হয়েছে।
তবে কোয়ারেন্টাইন শেষে শনিবার নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি নিতে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হয়ে যান সাকিব। বেলা দুইটায় শুরু হয়ে অনুশীলন চলে বিকাল ৫টা পর্যন্ত।
একইদিন সকালে নিজেদের অনুশীলন পর্ব শেষ করেছে সফরকারীরা। দুপুর ১টা পর্যন্ত চলে সফরকারীদের অনুশীলন। এই অনুশীলন চলবে ৩১ আগস্ট মঙ্গলবার পর্যন্ত।
এরপরই কিউইদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। ১ সেপ্টেম্বর প্রথম ম্যাচ। তারপর বাকি ৪ ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। খেলা শুরু হবে বিকাল ৪টায়।
নিউজিল্যান্ড সিরিজের বাংলাদেশ দল-
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাঈম শেখ, কাজী নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি, রুবেল হোসেন,মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।
Discussion about this post