তার প্রধানতম পরিচয়-ক্রিকেটার। কিন্তু নিজেকে শুধু ব্যাট-বলের দুনিয়াতেই রাখেন নি সাকিব আল হাসান। নেমেছেন নতুন নতুন ব্যবসায়। ব্যবসায়ও বিনিয়োগ করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। রেস্টুরেন্ট, শেয়ার বাজার, বিদ্যুৎকেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাঁকড়া ও কুঁচের খামারসহ নানা খাতে বিচরন তার। এবার শুরু করলেন সোনার ব্যবসা।
বিজ্ঞাপন দিয়ে নিজেই নতুন ব্যবসার জানান দিলেন সাকিব। সোনার ব্যবসার কথা জানিয়ে বিজ্ঞাপনের ভাষায় বলেন, সঞ্চয়ের জন্য, ভবিষ্যতের জন্য, দেশের সব মানুষের জন্য এলো এক সুখবর! পত্রিকায় সোমবার প্রকাশিত বিজ্ঞাপনে দেশসেরা ক্রিকেটার জানান, বাংলাদেশে ব্যাংকিং বিনিয়োগে সুদের হার নিম্নগামী তাই এই হালাল পথ বেছে নিয়েছেন তিনি।
সাকিব বলেন, ‘স্বর্ণ আমদানি হালাল। স্বর্ণে বিনিয়োগও হালাল। দেশের ব্যাংকিং বিনিয়োগে সুদের হার ক্রমশ নিম্নগামী, তাই হালাল ও নিরাপদ বিকল্প হিসেবে স্বর্ণে বিনিয়োগ করে নিশ্চিন্তে থাকুন। সরকারি অনুমোদনক্রমে আমি সাকিব আল হাসান দেশে বৈধভাবে স্বর্ণবার এবং স্বর্ণালঙ্কার আমদানি এবং বিক্রয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলার হিসেবে ‘বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কোং’ নামে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছি।’
সাকিব এই ব্যবসা নিয়ে আরও বলেন, ‘আপনার ব্যক্তিগত প্রয়োজনে অথবা আপনার ব্যবসায়িক প্রয়োজনে আমার প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে দেশে বৈধভাবে, সঠিকভাবে ওজনের খাঁটি স্বর্ণ আমদানি করতে পারেন অথবা আমদানিকৃত স্বর্ণ ক্রয় করতে পারেন।’
নতুন এই ব্যবসায় ঢাকা ও রংপুর অফিসের ঠিকানা দেওয়া হয়েছে বিজ্ঞাপনে। সাকিব অবশ্য এখন ব্যস্ত থাকবেন ক্রিকেটে। খেলবেন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে। যা মিরপুরের শেরেবাংলায় শুরু ১ সেপ্টেম্বর থেকে।
Discussion about this post