স্বপ্নের মতো এক জয়! তিনে তিন। অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট পরাশক্তির বিপক্ষে টানা তিন জয়ে টি-টুয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার মিরপুরের শেরেবাংলায় সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাটে টাইগাররা জিতল ১০ রানে। টানা তিন ম্যাচ জিতে প্রথমবারের মতো যে কোনো ফরম্যাটের অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ।
মিরপুরের শেরেবাংলায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অবশ্য বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। দল আটকে যায় মাত্র ১২৭ রানে। সেই সংগ্রহের জবাব দিতে নেমে অবশ্য ১১৭ রানে আটকে যায় দল।
এমন এক জয়ের আনন্দে মাতোয়ারা হয়ে উঠেন টাইগাররা। এই জয়ে যে ম্যাচের সঙ্গে সিরিজের ট্রফিও নিশ্চিত হয়ে গেল। সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের লক্ষ্য অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা। টি-টুয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ শনিবার, মিরপুরের শেরেবাংলাতেই।
অথচ পুঁজিটা কমই ছিল বাংলাদেশের। কিন্তু বোলারদের আগুন ঝরা বোলিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে দল।। ৫ ম্যাচ সিরিজে এখন টাইগাররা এগিয়ে ৩-০তে। আন্তর্জাতিক ক্রিকেটে যে কোনো ফরম্যাটে প্রথমবার অস্ট্রেলিয়াকে সিরিজ হারাল বাংলাদেশ।
এই জয়ে একজনের নাম আলাদা করে নিতে হবে। তিনি মুস্তাফিজুর রহমান। কোনো উইকেট পাননি এই পেসার। কিন্তু ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ৯। তিনিই ম্যাচটা ছিনিয়ে নিয়েছেন অজিদের কাছ থেকে।
তবে ম্যাচে আরেকটা নাম নিতেই হবে। তিনি অস্ট্রেলিয়ার নাথান এলিস। যিনি তুলে নিলেন হ্যাটট্রিক। বাংলাদেশের বিপক্ষে সিরিজে যদিও তিনি অস্ট্রেলিয়ার স্কোয়াডে ছিলেন রিজার্ভ হিসেবে। রাইলি মেরেডিথের চোটে জায়গা পান একাদশে। অভিষেকে পেলেন হ্যাটট্রিক। নিজের প্রথম ৩ ওভারে ২৯ রান দেন। এরপর শেষে ড্যান ক্রিস্টিয়ানের বদলে শেষ ওভারে তার হাতে বল দেন অজি অধিনায়ক ম্যাথু ওয়েড।
এরপর নিজের ওভারের চতুর্থ বলে মাহমুদউল্লাহ রিয়াদ করেন বোল্ড। হাফসেঞ্চুরি তুলে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। পরের বলে ডিপ মিডউইকেটে ক্যাচ দেন মুস্তাফিজুর রহমান। পরের বলে মেহেদী হাসান ক্যাচ ভাসান স্কয়ার লেগে। পেয়ে যান মনে রাখার মতো হ্যাটট্রিক!
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ১২৭/৯ (নাঈম ১, সৌম্য ২, সাকিব ২৬, মাহমুদউল্লাহ ৫২, আফিফ ১৯, শামীম ৩, সোহান ১১, মেহেদি ৬, মুস্তাফিজ ০, শরিফুল ০*; টার্নার ১-০-২-০, হেইজেলউড ৪-০-১৬-২, জ্যাম্পা ৪-০-২৪-২, অ্যাগার ৪-০-২৩-০, এলিস ৪-০-৩৪-৩, মার্শ ১-০-১৫-০, ক্রিস্টিয়ান ২-০-৯-০)।
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১১৭/৪ (ম্যাকডারমট ৩৫, ওয়েড ১, মার্শ ৫১, হেনরিকেস ২, কেয়ারি ২০*, ক্রিস্টিয়ান ৭*; মেহেদি ৩-০-২৯-০, নাসুম ৪-১-১৯-১, সাকিব ৪-০-২২-১, মুস্তাফিজ ৪-০-৯-০, শরিফুল ৪-০-২৯-২, সৌম্য ১-০-৯-০)।
ফল: বাংলাদেশ ১০ রানে জয়ী
ম্যাচসেরা : মাহমুদউল্লাহ রিয়াদ
সিরিজ : ৫ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ ৩-০ তে এগিয়ে।
Discussion about this post