শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাঠে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার ঘোষিত দলে জায়গা পাননি নাজমুল হোসেন শান্ত। নেই ইমরুল কায়েসও। তবে সৌম্য সরকারকে ফের সুযোগ দিলেন নির্বাচকরা। বিকেএসপিতে বাংলাদেশ দলের নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচের মাঝপথে দল ঘোষণা করে বিসিবি।
সবশেষ নিউজিল্যান্ড সফরের দল থেকে এবার বাদ পড়লেন মোহাম্মদ নাঈম শেখ ও নাসুম আহমেদ। ২৩ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়লেন মোট ৮ জন। ১৫ জনের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হলো না ইমরুল কায়েস, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, হাসান মাহমুদ, শহিদুল ইসলাম, শান্ত, নাঈম ও নাসুমের।
ইনজুরির কারণে নেই দুই পেসার রুবেল ও হাসান মাহমুদ। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ছিলেন না সাকিব আল হাসান। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নেন তিনি।
মূল দলের বাইরে স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন- তাইজুল ইসলাম, নাঈম শেখ, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব। তারা দলের সঙ্গেই থাকবেন। করোনার কারণে সতর্ক থাকতেই রিজার্ভে ক্রিকেটার রাখছে টিম ম্যানেজম্যান্ট।
জাতীয় দলে দীর্ঘদিন পর ফেরানো হয় ইমরুল কায়েসকে। সিরিজের প্রাথমিক দলে রাখা হয়েছিল তাকে। কিন্তু চূড়ান্ত দলে নেই জাতীয় দলের হয়ে ৭৮ ওয়ানডে ইমরুল। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারের জাতীয় দলে ফেরাটা অনিশ্চিতই হয়ে গেল।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে ২৩ মে। দ্বিতীয় ম্যাচটি ২৫ মে। শেষ ম্যাচটি ২৮ মে। দিবা-রাত্রির তিনটি ম্যাচই মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই শুরু দুপুর ১ টায়।
প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল-
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, শরিফুল ইসলাম।
অপেক্ষমান তালিকা-
মোহাম্মদ নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব।
Discussion about this post