এটা অনেকটাই নিশ্চিত এবারের পাকিস্তান সুপার লিগে খেলছেন না সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার নিজ দেশে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলার পরিকল্পনা করেছেন। এনিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে কথা অনেকটাই পাকাপাকি হয়ে গেছে সাকিবের।
সবকিছু ঠিক থাকলে ডিপিএল শুরু হচ্ছে সামনের ৩১ মে। এবারের লড়াইয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক হিসেবে থাকবেন সাকিব আল হাসান। মানে অধিনায়ক হয়েই লিগে ফিরছেন এই অলরাউন্ডার।
সেই হিসেবে বিশ্রামের সুযোগ নেই সাকিবের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলে এসেই ঢাকার একটি বিলাসবহুল হোটেলে কোয়ারেন্টাইন করছেন তিনি। এই প্রক্রিয়া শেষ হতেই ব্যস্ত হয়ে উঠবেন শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে। মঙ্গলবারই জৈব সুরক্ষা বলয়ে ঢুকেছে বাংলাদেশ দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে ২৮ মে এই বলয় থেকে বের হতে পারবেন ক্রিকেটাররা।
তারপরই ডিপিএল। অবশ্য জাতীয় দলের খেলা চলার সময়ই শুরু হচ্ছে লিগের মোহামেডানের অনুশীলন। দলের প্রধান কোচ সোহেল ইসলাম ছুটিতে। তবে সমস্যা নেই এখন অনুশীলনের তত্ত্বাবধান করবেন জাতীয় দলের একসময়ের তারকা ক্রিকেটার মেহরাব হোসেন অপি।
কোচ সোহেল ইসলাম নিশ্চিত করলেন, এবার মোহামেডানকে নেতৃত্ব দেবেন সাকিব। কোচ বলেন, ‘দেখুন, মোহামেডানের কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে সাকিবের। টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের প্রিমিয়ার লিগে দলের অধিনায়কবিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সাকিবও অধিনায়কত্বের প্রস্তাব খুশি মনেই গ্রহণ করেছেন।’
এর আগে দলটির নেতৃত্বে ছিলেন স্পিনার আব্দুর রাজ্জাক। এইতো কিছুদিন আগে খেলা ছেড়েছেন তিনি। এই বাঁহাতি স্পিনার জাতীয় দলের নির্বাচক হিসেবে শুরু করেছেন মিশন। সেই স্পিনারের জায়গা এসেছেন আরেক স্পিনার। অবশ্য জাতীয় দলকেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে সাকিবের।
Discussion about this post