ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বলে কথা। সেই দেশের ক্রিকেটারদের আয় বেশি হবে সেটাই তো স্বাভাবিক। তাই বলে এতো বেশি? রীতিমতো চমকে যাওয়ার মতোই তথ্য। টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই তালিকায় দলের অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা ও জাসপ্রিত বুমরাহকে এ গ্রেড -এ রয়েছেন। তারা তিনজনই বছরে পাবেন সাত কোটি রুপি। বিস্ময়কর হলেও সত্য-এই তিন খেলোয়াড়ের একজনের বেতন পুরো পাকিস্তানি দলের বেতন!
বিজ্ঞাপন থেকে অর্জিত অর্থ হিসাবের বাইরে রাখা হয়েছে। তারপরও বিরাটের বছরের পারিশ্রমিক পুরো পাকিস্তানি দলের চেয়ে বেশি। বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি অনুসারে, এ + প্লেয়াররা ৭ কোটি টাকা পান আর গ্রেড-এ খেলোয়াড়দের জন্য ৫ কোটি রুপির চুক্তি। গ্রেড-বি এবং সি প্লেয়াররা যথাক্রমে ৩ কোটি এবং ১ কোটি রুপি।
পাকিস্তানি ক্রিকেট বোর্ডের (পিসিবি) খেলোয়াড়দের ৩ বিভাগে ভাগ করে দেয় বেতন। এ গ্রেডের খেলোয়াড়রা পান ১১ লক্ষ পাকিস্তানি রুপি (প্রায় ৫.২ লাখ ভারতীয় রুপি), ৭.৫০ লক্ষ পাকিস্তানি রুপি (৩.৫৪ লক্ষ ভারতীয় রুপি অনুসারে) পান বি বিভাগে থাকা ক্রিকেটারের। তৃতীয় বিভাগটি সি যেখানে ৫.৫০ লক্ষ পাকিস্তানি রুপি (২.৬ লক্ষ ভারতীয় রুপি) দেওয়া যায়। পাকিস্তানের এ গ্রেড ক্যাটাগরিতে আছেন বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি ও আজহার আলী।
পাকিস্তান ক্রিকেট বোর্ড সারা বছর তার খেলোয়াড়দের জন্য দেয় প্রায় ৭.৪ কোটি রুপি। যা কীনা বিরাট কোহলির বার্ষিক বেতনের প্রায় সমান।
এ প্লাস ক্যাটাগরির বিরাট কোহলি, রোহিত শর্মা ও যসপ্রীত বুমরাহ সর্বোচ্চ ৭ কোটি রুপি করে বেতন পাবেন। এ ক্যাটাগরির বেতন ৫ কোটি, বি ক্যাটাগরির বেতন ৩ কোটি ও সি ক্যাটাগরির বেতন ধরা হলো সর্বনিম্ন ১ কোটি।
ভারতের চুক্তিবদ্ধ খেলোয়াড় তালিকা-
এ প্লাস: বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরাহ।
এ গ্রেড: রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, ঋষাভ পান্ত, হার্দিক পান্ডিয়া।
বি গ্রেড: ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর, মায়াঙ্ক আগারওয়াল।
সি গ্রেড: কুলদ্বীপ যাদব, নবদ্বীপ সাইনি, দ্বীপক চাহার, শুভমান গিল, হানুমা বিহারি, অক্ষর প্যাটেল, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ।
Discussion about this post