ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অতীতের যেকোন সময়ের চেয়ে এবারের নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের পেস অ্যাটাক শক্তিশালি। তাই ওয়ানডে সিরিজে অনন্ত একটা জয় আশা করেছিল টিম টাইগার্স। কিন্তু সফরকারীদের আশা পূরণ হয়নি। পড়তে হয়েছে আবার হোয়াইটওয়াশের লজ্জায়। তবে রোববার থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ ঘিরে স্বপ্ন দেখছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ফরম্যাট ছোট বলেই জয় পাওয়ার আশা করছেন এ অলরাউন্ডার।
নিউজিল্যান্ডের মাটিতে যেকোনো দলেরই বেশ কঠিন পরীক্ষায় পড়তে হয়। অস্ট্রেলিয়া কদিন আগে সেটা বুঝেছে। এর আগে ভারত টের পেয়েছে। ওয়ানডে সিরিজে বাংলাদেশও বুঝেছে ব্যাপারটা। তারপরও আশা ছাড়ছেন না মাহমুদউল্লাহ, ‘টি-টোয়েন্টি এমন একটা ফরম্যাট যেখানে বড় দল ছোট দল বলতে কিছু নেই। র্যাংকিংয়ের এক নম্বর দল হোক বা নয়-দশ নম্বর দল হোক, নির্দিষ্ট দিনে যদি কোনো দল ভালো পারফর্ম করে, এক-দুইজন খেলোয়াড় ভালো পারফর্ম করে, দল হিসেবে যদি ব্যাটিং-বোলিং-ফিল্ডিং ঠিকমত করতে পারি তাহলে যেকোনো দলকে হারাতে পারব।’
টি-টোয়েন্টিতে কয়েকজন জ্বলে উঠলেই থাকে জয়ের সম্ভাবনা। মোমেন্টাম নিজেদের দিকে আনতে পারলে প্রতিপক্ষকে ঘায়েল করা তুলনামূলক সহজ। তাই আশাবাদী রিয়াদ, ‘এটা আমাদের বিশ্বাস। টি-টোয়েন্টি ফরম্যাটটাই এমন। এটা একটা দিনের খেলা। যে ঐদিন ভালো করবে তাদের পক্ষেই ভালো করা সম্ভব।’
নিজেদের সর্বশেষ সিরিজে অজিদের হারিয়েছিল কিউইরা। রিয়াদ তাতে ভয় পেতে নারাজ। তিনি আরও বলেন, ‘সম্প্রতি অস্ট্রেলিয়ার সাথে নিউজিল্যান্ড খুব ভালো ক্রিকেট খেলেছে। কিন্তু আগেও বললাম- টি-টোয়েন্টিতে যে কারও হয়ে যেতে পারে।’
Discussion about this post