২৪ মার্চ, ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ একদিন। এই তারিখেই জন্ম সাকিব আল হাসানের। যাকে ছাড়া বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস লেখা অসম্ভব। ১৯৮৭ সালের আজকের এই দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন এই তারকা ক্রিকেটার। আজ বুধবার ৩৪ বছরে পা দিলেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।
সাকিবের বাবা মাশরুর রেজা। কৃষি ব্যাংকের কর্মকর্তা। বাবা ফুটবল পছন্দ করলেও ছেলে ছিল ক্রিকেটের পোকা। এভাবেই একদিন চোখে পড়ে যান এক আম্পায়ারের। তারপর খেলেন মাগুরার ইসলামপুর পাড়া ক্লাবে। মাগুরা জয় করে সাকিব বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান মানে বিকেএসপিতে এসে ভর্তি হন। তারপর মাত্র ১৫ বছর বয়সে অনুর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা শুরু।
তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। ধাপে ধাপে উঠে এসেছেন চূড়ায়। সাকিব ২০০৬ সালের ৬ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন। ওই বছর জিম্বাবুয়ের বিপক্ষেই খুলনায় টি-টুয়েন্টি আর পরের বছর চট্টগ্রামে ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হয় তার।
ক্যারিয়ারে শুরু থেকেই সাফল্য তার সঙ্গে থেকেছে। ২০০৯ সালে ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষে উঠে আসেন সাকিব। তারপর ২০১৫ সালের জানুয়ারিতে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটের সেরা অলরাউন্ডার হন তিনি। তিনি এখন মিস্টার অলরাউন্ডার নামেই পরিচিত।
টেস্ট খেলেছেন ৫৭ টি। ১০৬ ইনিংসে রান ৩৯৩০, গড় ৩৯.৭০, শতক ৫ টি, অর্ধশতক ২৫ টি। উইকেট নিয়েছেন ২১০টি, ইনিংসে ৫ উইকেট ১৮ বার। ওয়ানডে ক্রিকেট ম্যাচ খেলেছেন ২০৯টি। রান ৬৪৩৬, গড় ৩৮.০৮। সেঞ্চুরি ৯টি, অর্ধশতক ৪৮ টি। উইকেট ২৬৬টি। টি-টুয়েন্টি ক্রিকেটে ৭৫ ইনিংসে রান ১৫৬। উইকেট ৯২ টি।
২০১২ সালের ১২ ডিসেম্বর বিশেষ দিনে সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র বসবাসকারী উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করেন। তাদের সংসারে দুই কন্যা সন্তান ও এক পুত্র। তার বড় মেয়ের নাম আলাইনা হাসান অব্রি ও ছোট মেয়ের নাম ইররাম। ২০২১ সালের ১৬ মার্চ তৃতীয় সন্তানের বাবা হন সাকিব আল হাসান।
জন্মদিনে সাকিবকে ক্রিকবিডি২৪.কম-এর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা!
Discussion about this post