ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চোটের কারণে ঢাকা টেস্ট খেলতে পারেননি সাকিব আল হাসান। ঠিকই সতীর্থের খেলায় চোখ রেখেছিলেন তিনি। আশা করেছিলেন সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে অন্তত মুমিনুল হকরা হারবেন না। কিন্তু রোমাঞ্চ ছড়ানো ম্যাচের চতুর্থ দিনেই মাত্র ১৭ রানে হারতে হয়েছে টাইগারদের। যা কাম্য নয় বলেই সোমবার একটি অনুষ্ঠানে জানিয়েছেন সাকিব।
ঢাকা টেস্টে সাকিব না থাকায় বেশ ভুগতে হয়েছে বাংলাদেশকে। বিশেষ করে টিম কম্বিনেশন ঠিক রাখতে হিমশিম খেতে হয়েছে ম্যানেজম্যান্টকে। যে কারণে স্কোয়াডের বাইরে থেকে অন্তর্ভুক্ত করা হয় সৌম্য সরকারকে। তারপরও হার থেকে রক্ষা পায়নি টিম টাইগার্স। এমন ফলের পর সাকিব মন্তব্য করলেন, সতীর্থদের এমন হার কাম্য নয়!
এনজিও ফ্রেন্ডশিপ সোমবার সকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল। ‘ফ্রেন্ডশিপ অ্যান্ড হিরোস ক্যাম্পেইন উইথ সাকিব আল হাসান’ এই ব্যানারে অনলাইন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেখানে তিনি ঢাকা টেস্টে সতীর্থদের হার প্রসঙ্গে বলেন, ‘আজকে ভেবেছিলাম ক্রিকেট নিয়ে কথা বলবো না। তবু বলতে হচ্ছে…। হার কাম্য নয়। তবে শুধু ক্রিকেটে নয়, সকল খেলাধুলাতে হার-জিত থাকবে। এটা নিয়ে ভাবার কিছু নেই। আর আমাদের উন্নতি যে হয়নি সেটিও না। সবকিছুতেই উন্নতি হয়েছে।’
সাকিব উন্নতির কথা বললেও ঢাকা টেস্ট শেষে রোবার মুমিনুল হক বলেছিলেন, টেস্ট ক্রিকেটের দুই যুগ পেরিয়ে গেলেও সত্যিকার অর্থে কোনও উন্নতি হয়নি, ‘আসলেই ২০ বছর হয়ে গেছে। তবে আমার মনে হয় ওইভাবে কোনও উন্নতিই হয়নি। আর উন্নতির শেষ নেই। আমাদের অনেক উন্নতি করার আছে। যেগুলো করতে পারলে হয়তো আমরা দেশে ও দেশের বাইরে ম্যাচ জিততে পারবো। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের উন্নতির সুযোগ থাকে। যতদিন খেলবো, যতদিন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবো, ততদিন উন্নতি করতে হবে।’
চলতি মাসেই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। কিন্তু পারিবারিক কারণে সতীর্থদের সঙ্গে সেখানে যাচ্ছেন না সাকিব। এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছুটিও চেয়ে নিয়েছেন তিনি।
Discussion about this post