ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চোটের কারণে সিরিজের শেষ টেস্টের আগে দল থেকে ছিটকে পড়েন সাকিব আল হাসান। তার বিকল্প হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন নিতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদকে। কিন্তু নির্বাচকরা পছন্দ করেন সৌম্য সরকারকে। ব্যাপারটি রোববার নিজেই জানিয়েছেন পাপন।
সাকিবের বিকল্প হিসেবে সৌম্য সরকারকে দলে নেয়ার চারপাশে ওঠে সমালোচনার ঝড়। যথারীতি ব্যাটে-বলে ব্যর্থ হয়েছেন সৌম্য। দুই ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ১৩ রান। ফলে আবারও শুরু হয়েছে সমালোচনা।
ঢাকা টেস্ট হারের পর সৌম্যকে দলে নেয়ার ব্যাপারে নাজমুল হাসান পাপন বলেন, ‘খোলাখুলি করেই বলি। আমি চেয়েছিলাম মাহমুদউল্লাহকে দলে নিতে। সাকিব ইনজুরিতে পড়ার পর আমি সবাইকে নিয়ে বসি। সেসময় আকরাম (ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান) ছিল, নান্নু (প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু) ও সুমন (নির্বাচক হাবিবুল বাশার সুমন) ছিল আমার সঙ্গে। আমি সাকিবের বিকল্প হিসেবে ৪ জনের নাম বলেছিলাম। ওই লিস্টে সবার উপরে ছিল মাহমুদউল্লাহ রিয়াদের নাম। আমি বলেছি রিয়াদ, মোসাদ্দেক, শেখ মেহেদি ও সৌম্য সরকার এদের মধ্য থেকে কাউকে নাও। নির্বাচকরা সৌম্যকে সিলেক্ট করেছে।’
খেলোয়াড় নির্বাচনে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে এখন হস্তক্ষেপ করা কমিয়ে দিয়েছেন পাপন। এ নিয়ে তিনি বলেন, ‘আগে সবকিছুতে ইনভলভড ছিলাম। এশিয়া কাপে মিঠুনকে নিয়ে যাই। মাঝপথে ওকে নিয়ে গিয়ে খেলাই। ভারতে যাওয়ার আগে আমরা ডিসিশন নিই মুমিনুল ক্যাপ্টেন হবে। পিংক বল টেস্টের আগে আমরা সবাই বসি। ওদের কাছে জিজ্ঞেস করি তোমাদের প্ল্যান কি? আগে ব্যাটিং করবে নাকি বোলিং? তারা বলল, বোলিং করবে। কিন্তু ম্যাচে দেখি তারা টস জিতে ব্যাটিং নিয়ে নিল! আমি সারপ্রাইজড হলাম। মাঠে গিয়ে দেখলাম আগের দিনের প্ল্যান অনুযায়ী কোনোকিছুই হচ্ছে না। সো আমি ভাবলাম, এভাবে চলতে পারেনা। তখন শুধু ওদেরকে বললাম, এমন সারপ্রাইজ আমি পছন্দ করিনা। তোমরা যদি প্ল্যান চেইঞ্জ করো আমাকে জানাতে হবে।’
Discussion about this post