ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২০১৮ সালের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল সাদমান ইসলামের। সেই থেকে এ ফরম্যাটের ক্রিকেটে নিয়মিত মুখ এ ওপেনার। কিন্তু এখনও অন্য দুই ফরম্যাটে (ওয়ানডে, টি-টোয়েন্টি) দেশের হয়ে খেলতে পারেননি তিনি। তাই আক্ষেপটা থেকে গেছে তার। এজন্য চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে এ বাঁহাতি জানিয়েছেন, তিন ফরম্যাটেই খেলতে চান।
শুধু টেস্টে সীমাবদ্ধ নয়, সাদমান খেলতে চান বাংলাদেশের হয়ে সব ফরমেটে। এ ব্যাপারে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে এ ওপেনার জানিয়েছেন,‘সবারই ইচ্ছা থাকে সব ফরম্যাট খেলার। আমি আমার মতো যখন একটা শুরু হইছে তো আমি ভালো খেলতে থাকি বাকিটা ইনশাআল্লাহ চলে আসবে।’
চোট আর করোনাভাইরাসের কারণে সাদমান ১৫ মাস পর বুধবার টেস্ট খেলতে নামলেন। কিন্তু তার ব্যাটিং দেখে সেটাই মনেই হয়নি। হাফসেঞ্চুরি করে সেটাই জানিয়েছেন তিনি। তবে ইনিংস বড় করতে না পারার আক্ষেপ ঠিকই রয়ে গেছে তার। এ ব্যাপারে এ ওপেনার বলেন,‘অনেকদিন পর ব্যাক করেছি। দল আমার উপর যে রকম আশা করেছে, আর আমার যে রকম আশা ছিল আমি যতোটা পারছি ততোটুকু আমি আমার সেরাটা দিতে চেষ্টা করছি। আরোও বড় (ইনিংস) করতে পারলে ভালো হতো। আমি মনে করবো যে যতোটুকু ট্রাই করছি টিমের জন্য কিভাবে এফোর্ট দেওয়া যায় আমি আমার সেরাটা চেষ্টা করছি খুব ভাল লাগছে।’
সাদমানের গায়ে লেগে আছে টেস্ট স্টিকার। নিজেকে মানসিকভাবে সেভাবেই প্রস্তুত করেছেন এই বাঁ হাতি ওপেনার, ‘একটা ফরম্যাটে খেলতে হলে এমন সমস্যা ফেস করতেই হয়। ওভাবেই মেন্টালি রেডি ছিলাম। আমারতো শুধু টেস্ট ক্রিকেট নিয়ে, আমার ব্যাক করতে হবে। ফতুল্লাতে প্র্যাকটিস করে চেষ্টা করেছিলাম কিভাবে কামব্যাক করা যায়, আর সুযোগ আসলে কিভাবে পারফরম্যান্স করা যায়।’
Discussion about this post