ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টেস্ট লড়াইয়ের আগে প্রস্তুতি পর্বে ওয়েস্ট ইন্ডিজ দলকে স্বস্তি দেয়নি বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা। বিসিবি একাদশের সামনে ব্যাটিংয়ে কঠিন পরীক্ষা দেলেন প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। বল হাতে নজর কাড়লেন সৈয়দ খালেদ আহমেদ। রিভার্স সুইংয়ে তুলে নেন ৩ উইকেট। বুঝিয়ে দেন টেস্ট খেলতে তিনি প্রস্তুত। বল হাতে চমক দেখালেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনার ৫ উইকেট নিয়ে ভবিষ্যতে জাতীয় খেলার পথটা প্রশস্ত করলেন।
বিসিবি একাদশের দুর্দান্ত বোলিংয়ে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে যা একটু লড়লেন ক্রেইগ ব্র্যাথওয়েট। সাড়ে চার ঘণ্টা উইকেটে থেকে অধিনায়ক করেন ৮৫ রান। তিন দিনের ম্যাচের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ অলআউট ২৫৭ রানে। বিসিবি একাদশ দিন শেষ তুলেছে কোনো উইকেট না হারিয়ে ২৪ রান।
অবশ্য বিসিবি একাদশের ম্যাচ শুরুর ১১ জনে নাম ছিল না রিশাদের। পানির বোতল হাতে তখন অতিরিক্ত ফিল্ডারের কাজ করছিলেন। ম্যাচে সুনির্দিষ্ট একাদশের ব্যাপার না থাকায় রিশাদ মাঠে নামেন লাঞ্চের একটু আগে। সেই তিনিই সফলতম বোলার। ৭৫ রানে ৫ উইকেট নেন তিনি।
তবে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের দুর্দান্ত বোলিং করেন খালেদ আহমেদ। তাকে কী চট্টগ্রাম টেস্টের একাদশে রাখবেন নির্বাচকরা?
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ: ৭৯.১ ওভারে ২৫৭/১০ (ব্র্যাথওয়েট ৮৫, ক্যাম্পবেল ৪৪, মোজলি ১৫, বনার ২, ব্ল্যাকউড ৯, হজ ০, জশুয়া ২০, মেয়ার্স ৪০, জোসেফ ২৫, রোচ ৫*, গ্যাব্রিয়েল ৫; খালেদ ২১-৫-৪৬-৩, মুকিদুল ১৪-৫-৩৬-০, শাহিন ৮-০-৩৯-০, শাহাদাত ৫-১-২৯-১, রিশাদ ২৩.১-৩-৭৫-৫, সাইফ ৮-১-২৬-১)।
বিসিবি একাদশ: ৮ ওভারে ২৪/০(সাইফ ১৫*, সাদমান ৩*; রোচ ৩-২-৫-০, গ্যাব্রিয়েল ৪-২-৯-০, কর্নওয়াল ১-০-৯-০)।
#১ম দিন শেষে
বিসিবি একাদশ
নুরুল হাসান (অধিনায়ক ও উইকেটরক্ষক), আকবর আলী, মোহাম্মদ নাইম, মুকিদুল ইসলাম, সাইফ হাসান, সাদমান ইসলাম, শাহাদাত হোসাইন, শাহিন আলম, খালেদ আহমেদ, তৌহিদ হৃদয় ও ইয়াসির আলী।
উইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জোমেল ওয়ারিকান, আলজারি জোসেফ, জার্মেইন ব্ল্যাকউড, জশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), কাভেম হজ, কেমার রোচ, কেওন হার্ডিং, কাইল মেয়ার্স ও এনক্রুমাহ বোনার।
Discussion about this post