ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবিশ্বাস্য-ঠিক তাই। এ যেন রোমাঞ্চ ছড়ানো এক মহাকাব্য। খোদ ভারতীয় ভক্তরাও হয়তো দিনের শুরুতে ভাবে নি ধরা দেবে এমনই এক জয়! অলিখিত ফাইনাল হয়ে উঠেছিল সিরিজের শেষ টেস্ট। যেখানে টেস্টের শেষ ঘণ্টায় শেষ সময়ে এসে মিলল উত্তর। অস্ট্রেলিয়ার মাঠে ভারত লিখল নতুন এক ইতিহাস। অস্ট্রেলিয়ার ব্রিজবেন দুর্গে উড়ল ভারতের বিজয় নিশান!
মঙ্গলবার ব্রিজবেন টেস্টের উত্তেজনাপূর্ণ শেষ দিনে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়েছে ভারত। তার পথ ধরেই সিরিজ জয়ের সঙ্গে বোর্ডার-গাভাস্কার ট্রফি সফরকারীরা ধরে রাখল ২-১ ব্যবধানে।
অথচ এই সফরেই কীনা ড্রথম টেস্টে ব্যর্থতার তলানিতে চলে গিয়েছিল দলটি। মাত্র ৩৬ রানে অলআউট হলে কী আর সম্মান থাকে? নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ইনিংস। সেই টেস্ট শেষে ছুটিতে চলে যান দলের সেরা তারকা বিরাট কোহলি। তারপরই শুরু হয় চেটের মিছিল। একের পর এক ক্রিকেটার যোগ দেন ইনজুরির মিছিলে। দল চলে যায় মাঠের বাইরে। কিন্তু অনেকটা জোড়াতালি দিয়ে গড়া সেই ভারতীয় দলই এবার ওঠে গেল অনন্য উচ্চতায়।
ব্রিজবেন এমনই এক ভেন্যু, যেখানে গত ৩২ বছরে ৩১ টেস্টে হারেনি অস্ট্রেলিয়া। সেখানেই জয়ে রঙিন অজিঙ্কা রাহানের দল।
গ্যাবায় চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান করে জয় অস্ট্রেলিয়াই। ১৯৫১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে ২৩৬ রান তুলে জেতে তারা। এবার ভারতের লক্ষ্য ছিল ৩২৮। সেই মিশন ইমপসিবলেও সফল দলটি। শেষ বিকেলে ১৮ বল আগে ৩ উইকেট হাতে রেখে হাসি মুখে মাঠ ছাড়েন রিশাভ পান্ত।
৮৯ রানের দেখার মতো এক ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েনপান্ত। ৯১ রানের দারুণ ইনিংস খেলেন শুভমান গিল। চেতেশ্বর পূজারা করেন ৫৬।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৩৬৯/১০
ভারত ১ম ইনিংস : ৩৩৬/১০
অস্ট্রেলিয়া ২য় ইনিংস : ২৯৪/১০
ভারত ২য় ইনিংস : (লক্ষ্য ৩২৮) ৯৭ ওভারে ৩২৯/৭ (আগের দিন ৪/০) (রোহিত ৭, গিল ৯১, পুজারা ৫৬, রাহানে ২৪, পান্ত ৮৯*, মায়াঙ্ক ৯, সুন্দর ২২, শার্দুল ২, সাইনি ০*; স্টার্ক ১৬-০-৭৫-০, হেইজেলউড ২২-৫-৭৪-১, কামিন্স ২৪-১০-৫৫-৪, গ্রিন ৩-১-১০-০, লায়ন ৩১-৭-৮৫-২, লাবুশেন ১-০-৪-০।
ফল : ভারত ৩ উইকেটে জয়ী
সিরিজ : ৪ ম্যাচ সিরিজে ভারত ২-১ ব্যবধানে জয়
ম্যাচসেরা : রিশাভ পান্ত
সিরিজসেরা : প্যাট কামিন্স।
Discussion about this post