দারুণ জয় দিয়ে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগ শুরু করল গাজী ট্যাংক ক্রিকেটার্স। বুধবার তারা ১৪২ রানে অনায়াসে হারাল কলাবাগান ক্রিকেট একাডেমিকে। দিনের আরেক ম্যাচে মোহামেডানের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে শেখ জামাল। প্রাইম ব্যাংক সিসির বিপক্ষে ৫৬ রানে জিতেছে প্রাইম দলেশ্বর।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গাজী ট্যাংক ক্রিকেটার্স টস জিতে ব্যাট করতে নেমে গাজী ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ৩৩৭ রানের বড় স্কোর। এবারের লিগে এটিই যে কোন ক্লাবের সর্বোচ্চ রান। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি মিস করলেন রাকিবুল হাসান। ৯৮ রানে অপরাজিত ছিলেন তিনি। খেলেন মাত্র ৬৪ বল। সেঞ্চুরির জন্য শেষ দুই বলে দরকার ছিল দুটি ছক্কা। কিন্তু রাকিবুলের ব্যাট থেকে আসে ১টি ছক্কা ও ১টি চার। আফতাব আহমেদ করেছেন ৫৩। অন্য ওপেনার ইমরুল কায়েসের ব্যাট থেকে এসেছে ৬৪। গাজী ট্যাংকের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই রায়ান টেন ডোশেট করেন ২৬ বলে ৫৪। জবাবে ব্যাট করতে নেমে কলাবাগান ৪৫.৩ ওভারে ১৫৬ রান ৯ উইকেট হারিয়ে তুলে ১৯৫ রান।
সংক্ষিপ্ত স্কোর
গাজী ট্যাংক : ৩৩৭/৪, ৫০ ওভার (ইমরুল ৬৪, আফতাব ৫৩, মরগান ১১, রকিবুল ৯৮*, মাহমুদউল্লাহ ৩৮, ডোশেট ৫৪*; শরীফ উল্লাহ ১/৪৬, অভিষেক ১/২৮)।
কলাবাগান : ১৯৫/১০, ৪৫.৩ ওভার (শরীফ উল্লাহ ৫৫, নুরুজ্জামান ২৬, সাগীর হোসেন ৭০*; রুবেল ২/১৪, আরাফাত সানি ৩/৪৫)। ফল : গাজী ট্যাংক ১৪২ রানে জয়ী। ম্যাচসেরা : রকিবুল হাসান।
সাভারের বিকেএসপি দুই নম্বর মাঠে মোহামেডানের প্রতিপক্ষ শেখ জামাল। মোহামেডান ৪৬ ওভারে অলআউট হয়ে তুলে মাত্র ১৬৫ রান। ৪ উইকেট নিয়েছেন শুভাশিষ রায়। জবাবে ব্যাট করতে নেমে শেখ জামাল ৩৪.২ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান : ১৬৫/১০, ৪৬ ওভার (সামিত প্যাটেল ২৩, আসঘার ২১, মাশরাফি ৪৯, মুকতার ২৬; শুভাশীষ ৪/৩০, ইলিয়াস সানি ২/২৪, তানভির ৩/২৬) শেখ জামাল : ১৬৭/৬, ৩৪.২ ওভার (জহুরুল ৩৩, জুনায়েদ ২১, মুনাবিরা ২০, মুশফিক ৪৪*, স্টিভেন ক্রোক ১৮, ইলিয়াস সানি ১৭; রহমত শাহ ৩/৩৮, হাবিবুর ২/১৭)। ফল : শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৪ উইকেটে জয়ী। ম্যাচসেরা : শুভাশীষ রায়।
ফতুল্লায় বুধবারের সুপার লিগের আরেক ম্যাচে প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ প্রাইম দলেশ্বর। ব্যাট করতে নেমে প্রাইম দলেশ্বর নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে করেছে ২৪৪ রান। জবাবে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক সিসি ৪৯.৩ ওভারে অলআউট হয়ে করে ১৮৮ রান।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম দোলেশ্বর : ২৪৪/৭, ৫০ ওভার (মেহেদি ৪৯, জোসুয়া কোব ৩৮, মালান ৪০, সিলভা ২৩, ফরহাদ রেজা ৪৩*, সোহাগ গাজী ১৭; এনামুল জুনিয়র ৩/৫৩, শেহান জয়াসুরিয়া ২/৪১)।
প্রাইম ব্যাংক : ১৮৮/১০, ৪৯.৩ ওভার (শেহান জয়াসুরিয়া ৪৫, মাহমুদুল হাসান ৩৪, তাপস বৈশ্য ২৫; ফরহাদ রেজা ৩/৩৩, সাব্বির রহমান ২/৩১) ফল : প্রাইম দোলেশ্বর ৫৬ রানে জয়ী। ম্যাচসেরা : ফরহাদ রেজা।
Discussion about this post