ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টেস্ট ক্রিকেটে কৈশোরে অভিষেকের পর যারা ক্যারিয়ারে বেশ উন্নতি করেছেন তাদের নিয়ে এবার সেরা একাদশ তৈরি করেছে উইজডেন। সেখানে জায়গা পেয়েছেন মুশফিকুর রহিম। যে দলে অধিনায়ক হিসেবে আছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইমরান খান।
২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে মুশফিকুরের টেস্ট অভিষেক হয়েছিল। এখন পর্যন্ত এ ফরম্যাটের ক্রিকেটে ৭০ ম্যাচে ১৩০ ইনিংস ব্যাট করে ৩৬.৪৭ গড়ে ৪৪১৩ রান করেছেন তিনি। এরমধ্যে তার রয়েছে ৭ সেঞ্চুরি,৩টি ডাবল সেঞ্চুরি ও ২১টি হাফসেঞ্চুরি । ২১৯ রানের ইনিংস তার সর্বোচ্চ।
মুশফিককে সেরা কিশোর একাদশে কেন রাখা হয়েছে তার ব্যাখ্যাও দিয়েছে উইজডেন, ‘এই বয়সেও অসাধারণ খেলে যাচ্ছেন মুশফিকুর রহিম। নিজের ধারাবাহিকতার নিদর্শনস্বরূপ সে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। ছোট খাটো গড়নের এই ক্রিকেটার একমাত্র উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ৩টি ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন। নিজ দেশের মধ্যে ৬০ শতাংশ ডাবল সেঞ্চুরিই তার দখলে।’
বর্তমানে ক্রিকেট খেলছেন এমন ক্রিকেটার এই দলে রয়েছেন মাত্র দুইজন। তাঁদের একজন মুশফিক আর অন্যজন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। এছাড়া এই তালিকায় আছেন শচিন টেন্ডুলকার, গ্যারি সোবার্স, ওয়াসিম আকরাম এবং ইমরান খানদের মতো ক্রিকেটাররা।
এদিকে উইজডেনের সেরা কিশোর একাদশে জায়গা পেয়ে নিজেকে সম্মানিতবোধ করছেন বলে জানিয়েছেন মুশফিক। শনিবার নিজের ফেসবুকে একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। এত কিংবদন্তী সমন্বিত একটি দলের অংশ হতে পারাটা দুর্দান্ত অনুভূতি! উইজডেনের কিশোর দাঙ্গা টেস্ট একাদশের অংশ হয়ে আমি সত্যিই সম্মানিত!’
উইজডেনের সেরা কিশোর টেস্ট একাদশ:
ইমরান খান (অধিনায়ক), শচিন টেন্ডুলকার, নেইল হার্ভে, ডেনিস কম্পটন, মার্টিন ক্রো, গ্রায়েম পোলক, গ্যারি সোবার্স, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), অনিল কুম্বলে, ওয়াসিম আকরাম ও প্যাট কামিন্স।
Discussion about this post