ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত মার্চের পর আর ব্যাট-বল হাতে আর দেখা যায়নি মাশরাফি বিন মর্তুজাকে। এরমধ্যে করোনার কারণে লম্বা সময় বন্ধ ছিল দেশের ক্রিকেট। তবে গত অক্টেবরে বিসিবি প্রেসিডেন্ট কাপ দিয়ে মাঠের ক্রিকেটে ফেরে টাইগাররা। কিন্তু হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে ঐ টুর্নামেন্টে খেলতে পারেননি এ ডানহাতি পেসার। এদিকে একই কারণে চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগেও দল পাননি তিনি। তবে যেকোন সময় যেকোন দল এ পেসারকে টানতে পারবে। হয়তো ব্যাপারটি মাথায় রেখে দীর্ঘ ৮ মাস পর মঙ্গলবার অনুশীলনে ফিরেছেন সাবেক টাইগার অধিনায়ক।
মঙ্গলবার দুপুরে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে চলছিল গাজী গ্রুপ চট্টগ্রাম এবং ফরচুন বরিশালের অনুশীলন। এমন সময় হঠাৎ করেই সেখানে দেখা যায় মাশরাফিকে। কিছুক্ষণ অপেক্ষার পর এ তারকা ক্রিকেটার নেমে যান অনুশীলনে। কিছুক্ষণ গা গরম করে সেন্টার উইকেটে বোলিং অনুশীলন করেন ডানহাতি এই পেসার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ট্রেইনার তুষার কান্তি হাওলাদারের তত্ত্বাবধানে বোলিং করছেন মাশরাফি। ২৫-৩০ মিনিট বোলিং অনুশীলন করেছেন সাবেক এই অধিনায়ক। এরপর রানিং শুরু করেন তিনি। রানিংয়ের দুই রাউন্ড পরই হাঁপিয়ে যান ম্যাশ। পরে ধীরে ধীরে পাঁচ রাউন্ড শেষ করে ছাউনিতে গিয়ে বসে পড়েন তিনি।
এদিকে চোটে পড়ে পুরো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন চট্টগ্রামের ব্যাটসম্যান মুমিনুল হক। তার চোট এতোটাই গুরুতর যে অস্ত্রোপচার করাতে হচ্ছে। তাই অনেকেই ধারণা করছেন মাশরাফিকে ভেড়াতে পারে চট্টগ্রাম। এখন দেখার বিষয় ব্যাপারটি আসলেই সত্যি হয় কি না।
Discussion about this post