ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিউজিল্যান্ড সফরে পা রাখার পর থেকে একের পর এক করোনা আক্রান্তের খবর পাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। এবার জানা গেল দলটির আরও ৩ ক্রিকেটারের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সফররত দলের মোট ১০ সদস্য করোনায় আক্রান্ত হলেন।
আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে নিউজিল্যান্ড-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। এজন্য মাসখানেক আগে সেখানে পৌঁছে আইসোলেশনে রয়েছে দলটি। তারপরও সে নিয়ম ভঙ্গের কারণে দলে ছড়িয়ে পড়েছে করোনা।
প্রথমে দলের ৬ ক্রিকেটার করোনা আক্রান্ত হন। এরপর নিউজিল্যান্ড ক্রিকেট ও স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়ে দেয় নিজেদের কঠোর অবস্থান- আরেকবার নিয়ম ভাঙলেই ৫৩ সদস্যের বহরকে ফেরত পাঠানো হবে দেশে। এরপর খেলোয়াড়রা নিয়ম মেনে চলতে শুরু করলেও দ্বিতীয় করোনা পরীক্ষায় আরেক ক্রিকেটার করোনা আক্রান্ত হন। মোট ৬ জনকে আইসোলেশনে পাঠিয়ে বাকিদের জন্য নিয়মের কড়াকড়ি একটু শিথিল করলেও এবার তৃতীয় পরীক্ষায় করোনা মিলেছে আরও ৩ জনের দেহে, যারা বাকি ক্রিকেটারদের সাথেই ছিলেন।
কিউই সফরে খেলোয়াড়ই আছেন ৩৫ জন, কোচ-স্টাফ মিলিয়ে মোট সংখ্যাটা ৫৩। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে রসিকতা করে বলছেন- ‘পিকনিক সফর’। সমালোচনা সহ্য করতে করতে পাকিস্তানিদের এবার সামলাতে হচ্ছে করোনা।
নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, শুরুর দিকে যখন হোটেলে বিচ্ছিন্ন সময় কাটানোর কথা, তখন পাকিস্তানি ক্রিকেটাররা হোটেলে ঘনিষ্ঠ সময় কাটিয়েছেন, খাবার ভাগাভাগি করেছেন, অর্থাৎ ভেঙেছেন নিউজিল্যান্ডের দেওয়া শর্তাবলি- যা ধরা পড়েছে সিসি ক্যামেরায়। নতুন করে ৩ জন শনাক্ত হওয়ার পর নিউজিল্যান্ডের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
Discussion about this post