ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
যেন প্রাণ ফিরে পেল মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। ক্রিকেটারদের কলরবে মুখরিত চারপাশ। হাতে তো সময়ই বেশি নেই। মঙ্গলবার শুরু ৫ দলের বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ। তার আগে করোনা পরীক্ষা শেষে যারা নেগেটিভ, তারা প্রবেশ করলেন জৈব সুরক্ষা বলয়ে।
এরমধ্যে হতাশ হতে হলো শুদু যুব বিশ্বকাপজয়ী ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়কে। তিনি করোনা আক্রান্ত। এই ক্রিকেটার একাডেমি ভবনে আইসোলেশনে। করোনার কারণে মিরপুর শেরেবাংলায় জাতীয় দল ও এইচপির ক্রিকেটার বাদে অন্য কারো প্রবেশ ছিল নিষিদ্ধ।
শনিবার খুলতেই সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা মিরপুরে চলে এসেছেন। করেছেন দলীয় অনুশীলন।
দেশের শীর্ষ ৮০ ক্রিকেটার থাকছেন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে। তবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মাহমুদুল হাসান জয় করোনা আক্রান্ত হওয়ায় ৭৯ ক্রিকেটার ছিলেন মিরপুরে। তাদের কলরবে মুখরিত ছিল হোম অব ক্রিকেট। এখন দলীয় অনুশীলন আর ম্যাচ নিয়েই কাটবে সময়।
শনিবার অনুশীলনের প্রথম দিনে চোখ ছিল সাকিব আল হাসানের দিকে। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন তিনি। অন্য সতীর্থদের সঙ্গে বেশ সময় কাটালেন তিনি। যা ধরা পড়ল ফটোসাংবাদিকদের ক্যামেরাতেও।
অনেক দিন পর মাঠে ফিরে পুরো দলকে নিয়ে টিম মিটিং করল প্রতিটি দল। এই অনুশীলন চলবে রোববারও। এদিন সকালে সাকিবের দল জেমকন খুলনা ও তামিমের দল ফরচুন বরিশালের অনুশীলন করার কথা রয়েছে। দুপুরে অনুশীলন বেক্সিমকো ঢাকার। এরপর মিনিস্টার রাজশাহী ও গাজী গ্রুপ চট্টগ্রামের।
হাতে সময় বেশি নেই। তার আগে ভুল ত্রুটি সামলে নিতে চায় প্রতিটি দল।
Discussion about this post