ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কিছুটা কী ছন্দ হারাল বাংলাদেশ দল! হয়তো তাই, না হলে এবার কেন গোলের দেখা মিলবে না? নেপাল আটকে দিয়েছে জামাল ভুঁইয়াদের। তবে স্বস্তির কথা ম্যাচটা হারেনি স্বাগতিক দল।
মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক ফুটবল ম্যাচটি গোলশূণ্য ড্র। এটা এক অর্থে স্বস্তিরও। এই ড্রয়ে ২ ম্যাচের সিরিজ ১-০তে জিতে নিয়েছে বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেপাল ফুটবল দল।
দ্বিতীয় ম্যাচটিতে ডাগ আউটে ছিলেন না প্রধান কোচ জেমি ডে। করোনায় আক্রান্ত কোচ এখন আইসোলেশনে। প্রধান কোচকে ছাড়া নেমে ড্রতেই সন্তুষ্ট থাকলেন দলের ফুটবলাররা। তবে স্বস্তি এটাই দুঃসময় কাটিয়ে সিরিজ জিতে নিয়েছে দল। অনেক দিন পর ফুটবলকে ঘিরে দেশে উন্মাদনাও দেখা গেল।
করোনার এই সময়ে অবশ্য বঙ্গবন্ধু স্টেডিয়ামে আট হাজার দর্শক উপস্থিতির অনুমতি দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রথম ম্যাচে এরপরই দেখা যায় উন্মাদনা। মঙ্গলবারও কমতি ছিল না। তবে এবার জয় দেখা হয়নি।
ফুটবল গোলের খেলা এখানে গোল না দেখলে কী আর তৃপ্তি হয়। অবশ্য দুই দলই রক্ষণাত্মক ফুটবল খেলে গেছে। আর তেমন ফুটবল কী দর্শকদের টানে!
এরমধ্যে ম্যাচে দেখা গেল ভিন্ন এক দৃশ্যও। খেলার ৭২তম মিনিটে হঠাৎ করেই মাঠে ঢুকে পড়েন এক দর্শক। বাংলাদেশ অধিনায়ক জামালের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। তারপরই দ্রুত পুলিশ মাঠে নেমে তাকে বের করে আনে।
এই দুই ম্যাচের অভিজ্ঞতা কাতারের বিপক্ষে সামনের বিশ্বকাপ বাছাইয়ে কাজে লাগানোর লক্ষ্য থাকবে বাংলাদেশ দলের।
ম্যাচে বাংলাদেশ দল-
আশরাফুল ইসলাম রানা, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, ইয়াসিন খান, জামাল ভূঁইয়া, মানিক মোল্লা (বিপলু আহমেদ), ইব্রাহিম (সোহেল রানা), সাদ উদ্দিন, নাবীব নেওয়াজ জীবন ও সুমন রেজা (মাহবুবুর রহমান সুফিল)।
Discussion about this post