ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ জাতীয় দলের জন্য ভাল মানের স্পিনার তৈরিতেই মন দিয়েছে ক্রিকেট বোর্ড। এ কারণেই হাই পারফরম্যান্স (এইচপি) দলে নেওয়া হয়েছে তিন লেগ স্পিনার। টি-টুয়েন্টি দলে থাকা আমিনুল ইসলাম বিপ্লবের সঙ্গে দলে আছেন মিনহাজুল আবেদিন আফ্রিদি ও রিশাদ হোসেন।
একইসঙ্গে গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপাজয়ী দলের একাধিক ক্রিকেটার আছেন এইচপি দলে। ১২ জনই যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য।
বুধবারই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়ে গেছে এইচপি দলের অনুশীলন। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দিন বৃষ্টির বাধার পরও বিপ টেস্ট ও ফিটনেস ট্রেনিংয়ে শুরু অনুশীলন। এরপর একাডেমি মাঠে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলন করলেন তারা।
কারোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হওয়াদের রাখা হয়েছে মিরপুর একাডেমি ভবনে। এ অবস্থায় ফিটনেস ও স্কিল ক্যাম্প চলবে শুক্রবার পর্যন্ত। তারপর ওয়ানডে সিরিজের দলে ডাক পাওয়া ক্রিকেটাররা নাম লেখাবেন তাদের দলে।
এদিকে ভিসা জটিলতায় ঢাকায় আসতে পারেননি এইচপি দলের প্রধান কোচ টবি র্যাডফোর্ড। তিনি যোগ দিলেই মূল অনুশীলন শুরু হবে তাদের।
এইচপি দল-
ব্যাটসম্যান: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়।
স্পিনার: মিনহাজুল আবেদিন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, রকিবুল হাসান, হাসান মুরাদ, তানভির ইসলাম, রিশাদ হোসেন, মেহেদি হাসান।
পেসার: শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি, শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরি সাগর, অভিষেক দাস, রেজাউর রহমান রাজা।
উইকেট-কিপার: মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলি।
Discussion about this post