ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনার কারণে লম্বা একটা সময় মাঠের বাইরে ছিল বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটাররাও ছিলেন গৃহবন্ধী। সেই আতঙ্ক শেষে মাঠে ফিরেছে দল। দিন কয়েক আগে খেলেছে প্রস্তুতি ম্যাচও। যেখানে দলে ছিলেন না তামিম ইকবাল।
প্রথম ম্যাচে খেলেন নি তিনি। কিন্তু ফিরেই চেনা এই ওপেনারের ব্যাটে রান। সাড়ে ৬ মাস পর খেলতে নেমে করলেন হাফসেঞ্চুরি। প্রস্তুতি ম্যাচে তার পাশাপাশি রান পেলেন ওপেনার সাদমান ইসলামও।
মঙ্গলবার তামিম ইকবাল ১০ চারে ৮০ বলে করেন ৬৪ রান। সাদমান ৮ চার ও ১ ছক্কায় ৯৯ বলে ৮৩। দুই ওপেনারের ব্যাটে দুই দিনের অনুশীলন ম্যাচে ওটিস গিবসন একাদশকে হারিয়েছে রায়ান কুক একাদশ।
এদিন সকালে অবশ্য ছিল ভিন্ন ইঙ্গিত। বৃষ্টি ম্যাচ পণ্ড হতে যাচ্ছিল। মঙ্গলবার দিনের অর্ধেক পেরিয়ে যেতে শুরু হয় খেলা। এরপর ম্যাচটি হয়ে বনে যান ওয়ানডেতে। ৪৩ ওভারে রায়ান কুক একাদশকে লক্ষ্য ঠিক ধরা হয় ২০০ রান। সেই সংগ্রহটা অনায়াসে টপকে গেল তামিমের দল।
উদ্বোধনী জুটিতেই এগিয়ে যায় তারা। সাদমান ও তামিম দুর্দান্ত খেলেন। এরমধ্যে ৩০ রানে লিটন দাসের কাছ থেকে জীবন পেয়ে তামিম হাফসেঞ্চুরি করেন ৬৬ বলে। ৬৪ রানে ফিরেন তিনি। ভাঙে ১০৭ রানের উদ্বোধনী জুটি।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মুমিনুল আউট ১০ রানে। মুশফিকুর রহিমও বেশিদূর যেতে পারেন নি।
তবে সাদমান দুই পেসার মুস্তাফিজুর রহমান ইবাদত হোসেনকে খেলে শতরানের পথে ছিলেন। কিন্তু ৮৩ রানে থামতে হয় তার। তারপর ইয়াসির আলি (২৪) ও মোহাম্মদ মিঠুনের (৩) দলকে জিতিয়ে মিরপুর শেরেবাংলার উইকেট ছাড়েন।
দুই দিনের দুটি ম্যাচ শেষে ফের ক্রিকেটারদের তিন দিনের ছুটি। জৈব-সুরক্ষা পরিবেশ ছেড়ে বাসায় ও একাডেমিতে ফিরবেন ক্রিকেটাররা। এরপর আরেকবার করোনাভাইরাস পরীক্ষার পর শনিবার ফের ফিরবেন। রোববার থেকে শুরু হবে তাদের ওয়ানডে সিরিজ।
সংক্ষিপ্ত স্কোর-
ওটিস গিবসন একাদশ: ২৪৮/৮
রায়ান কুক একাদশ: (লক্ষ্য ৪৩ ওভারে ২০০) ৪১.৪ ওভারে ২০১/৪ (তামিম ৬৪, সাদমান ৮৩, মুমিনুল ১০, মুশফিক ১১, ইয়াসির ২৪*, মিঠুন ৩*; মুস্তাফিজ ৭.৪-০-৩৮-০, ইবাদত ৯-০-৪০-০, নাঈম ৯-০-৪৯-২, রুবেল ৭-০-৩৩-১, মাহমুদউল্লাহ ৪-০-১৮-০, মোসাদ্দেক ৫-০-২১-১)।
ফল: রায়ান কুক একাদশ ৬ উইকেটে জয়ী
Discussion about this post