ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সবশেষ যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ। বছরের শুরুতেই শিরোপা নিয়ে দেশে ফিরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। আকবর আলীদের হাত ধরে রচিত হয়েছিল নতুন ইতিহাস। তাইতো দ্বায়িত্বটাও বেড়ে গেছে। সামনে যে শিরোপা ধরে রাখার মিশন। সেই লড়াইটা শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আকবর আলীদের উত্তরসূরী খুঁজতে নেমে পড়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ৪৫ জন ক্রিকেটারকে নিয়ে চার সপ্তাহের একটি ক্যাম্প পরিচালনা শেষে এবার বেছে নেওয়া হয়েছে ২৮ জনকে। তাদের নিয়েই ১ অক্টোবর থেকে স্কিল ও কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে বিসিবি।
তাদের নিয়ে ক্যাম্প চলবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। চার সপ্তাহ ধরে চলবে অনুশীলন। তার আগে নির্বাচিতদের ২৮ সেপ্টেম্বর মিরপুর স্টেডিয়ামের পাশে অবস্থিত ক্রীড়া পল্লীতে রিপোর্ট করতে বলা হয়েছে। শুরুতেই হবে করোনা পরীক্ষা।
টেস্টে যাদের নেগেটিভ রিপোর্ট আসবে তাদের নিয়ে ক্যাম্প শুরু হবে। ক্যাম্প চলার সময় পাঁচটি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলতে হবে যুব ক্রিকেটারদের। ১৭, ১৮, ২২, ২৪ ও ২৬ নিজেদের মধ্যে এই ম্যাচ খেলবে যুবারা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল-
মফিজুল ইসলাম, ইমন আলী, ইফতেখার হোসেন ইফতি, হাবিবুর শেখ মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, সাকিব শাহরিয়ার, সোহাগ আলী, মেহেরব হাসান, আবদুল্লাহ আলো মামুন, মো. খালিদ হাসান, আইছ মোল্লা, আশরাফুল হাসান রিহাদ খান, মুসফিক হাসান, আরিফ আহমেদ অনিক, বায়েজিদ মিয়া রোমান, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, রিপন মন্ডল, মুস্তাকিম মিয়া, আহসান হাবিব লিয়ন, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম, সিয়াম, মিসবাহ আহমেদ সানা, মাকসুদুর রহমান, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বী, জিল্লুর রহমান ও জাকারিয়া ইসলাম শান্ত।
Discussion about this post