ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ধারাভাষ্য দিতে অস্ট্রেলিয়া থেকে মুম্বাইয়ে উড়ে এসেছিলেন তিনি। কাজটাও শুরু করেছিলেন। কিন্তু আচমকা, হঠাৎ সব এলোমেলো! হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ডিন জোন্স।
বৃহস্পতিবার দুপুরে তার হার্ট অ্যাটাক হয়। মৃত্যুকালে জোন্সের বয়স হয়েছিল ৫৯ বছর।
ক্রিকেটার হিসেবে দারুণ সফল ছিলেন তিনি। বোলারদের আক্রমণ করেই খেলতে ভালবাসতেন। ১৯৮৭ সালে ইডেন গার্ডেনে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতা দলের অন্যতম সদস্য তিনি।
সেই ক্রিকেটারটি খেলা ছেড়ে বনে গিয়েছিলেন ধারাভাষ্যকার। ব্যস্ত ছিলেন আইপিএলে। স্টার ইন্ডিয়া এক বিবৃতিতে বৃহস্পতিবার জানিয়েছে তার মৃত্যুর খবর, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি- ডিন জোন্স মারা গেছেন। আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এই কঠিন সময়ে তার পরিবার পরিজনের প্রতি আমাদের গভীর সমবেদনা থাকল।’
জোন্সের শেষকৃত্য এবং মরদেহ অস্ট্রেলিয়ায় পৌঁছানোর ব্যাপারে দূতাবাসের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার এ মিডল-অর্ডার ব্যাটসম্যান মেলবোর্নে জন্ম নেন ১৯৬১ সালের ২৪ মার্চ। দেশের হয়ে তার টেস্ট অভিষেক ১৯৮৪ সালে। ক্যারিয়ারে ৫২ টেস্টে তার রান ৩৬৩১। গড় ৪৬.৫৫। সেঞ্চুরি ১১টি। হাফ-সেঞ্চুরি ১৪টি।
১৬৪টি ওয়ানডে ম্যাচের ক্যারিয়ারে জোন্স তুলেছেন ৬০৬৮ রান। গড় ৪৪.৬১। সেঞ্চুরির ৭টি, হাফ-সেঞ্চুরি ৪৬টি। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৪৫টি ম্যাচে ১৯,১৮৮ রান। সেঞ্চুরি ৫৫টি।
১৯৯৮ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে কোচ ও ভাষ্যকার হিসেবে কাজ করেন জোন্স। বিপিএলের প্রথম আসরে চিটাগং কিংসের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন তিনি। ২০১৯ সালে কিংবদন্তি এই ক্রিকেটারক অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অব ফেম-এ জায়গা পান।
Discussion about this post