ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সব কিছু পেছনে ফেলে জমজমাট এ টুর্নামেন্টের সূচি প্রকাশ হল রোববার বিকালে। তাতে দেখা যায় আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচের মাধ্যমে শুরু এবারের আইপিএল।
এরআগেশনিবারই গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছিলেন রোববার প্রকাশিত হবে সূচি। তার কথাই সত্যি হয়েছে এদিন।
আবুধাবি ছাড়াও দুবাই ও শারজার মাঠে খেলা হবে। ২৩ সেপ্টেম্বর মাঠে পা রাখবে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন মু্ম্বাই ইন্ডিয়ান্স। দুবাইতে হবে ২৪টি খেলা। ২০টি ম্যাচ হবে আবুধাবিতে। শারজায় হবে ১২টি ম্যাচ। এর মধ্যে ১০ দিন হবে দুটি করে ম্যাচ। যার প্রথমটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়। দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। তবে প্লে–অফের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। ৩ নভেম্বর পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা। তারপর প্লে–অফ হয়ে ফাইনাল হবে ১০ নভেম্বর।
Discussion about this post